করোনা আমাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে: স্টিম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 20, 2021 | 3:26 PM

Igor Stimac : ২০২২-এর সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় দলের কোচের পদে বহাল স্টিম্যাচ। এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে কোচিং করাবেন ক্রোট কোচই।

করোনা আমাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে: স্টিম্যাচ
সুনীল ছেত্রীদের প্রধান কোচ ইগর স্টিম্যাচ (Igor Stimac)

Follow Us

নয়াদিল্লি: একটা লক্ষ্য নিয়ে ভারতীয় ফুটবল দলের (Indian football team) দায়িত্ব নিয়েছিলেন। কোভিড সেই লক্ষ্যে প্রভাব ফেলেছে। তবু হাল ছাড়তে নারাজ সুনীল ছেত্রীদের প্রধান কোচ ইগর স্টিম্যাচ (Igor Stimac)। গতকালই ভারতীয় ফুটবল দলের কোচের মেয়াদ বাড়িয়েছে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। ২০২২-এর সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় দলের কোচের পদে বহাল স্টিম্যাচ। এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে কোচিং করাবেন ক্রোট কোচই।

এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত আগেই মেয়াদ বেড়েছিল স্টিম্যাচের। আরও ১ বছর দায়িত্বে থাকার পর স্টিম্যাচের প্রতিক্রিয়া, ‘ভারতীয় ফুটবল দলের সঙ্গে কাজ করতে খুবই ভাল লাগছে। ২০১৯ সাল পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে যুক্ত। এই টিমের সঙ্গে আরও ১ বছর কাজ করতে পারব। একটা লক্ষ্য রয়েছে, সেটাকে পূরণ করতে হবে।’

করোনা পরিস্থিতির কারণে মাঝের একটা বছর থমকে গিয়েছিল ফুটবল। আর তা প্রভাব ফেলেছে দলের কম্বিনেশন তৈরিতেও। এ প্রসঙ্গে স্টিম্যাচ বলেন, ‘করোনা আমাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছে। আমরা তবুও হাল ছাড়িনি। আমাকে আরও ১ বছর দায়িত্বে রেখে দেওয়ায় ফেডারেশনকে ধন্যবাদ জানাই।’

সামনের বছরের শুরুতেই এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup) কোয়ালিফায়ার। ফেব্রুয়ারি থেকে শুরু হবে খেলা। চলবে সেপ্টেম্বর পর্যন্ত।২০২৩ এএফসি এশিয়ান কাপ হবে চিনে। কোয়ালিফায়ারে সুনীল ছেত্রীদের সাফল্য এনে দেওয়াই এখন পাখির চোখ স্টিম্যাচের।

আরও পড়ুন: AIFF Awards: বর্ষসেরা বালা দেবী, সেরা প্রতিভাবান মণীশা কল্যাণ

Next Article