ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হয়েছে মহমেডান স্পোর্টিংয়ের। দুটো হোম ম্যাচের পর এ বার অন্য লড়াই। ইন্ডিয়ান সুপার লিগে প্রথম অ্যাওয়ে ম্যাচে নামছে সাদা-কালো ব্রিগেড। তাদের প্রথম প্রতিপক্ষ চেন্নায়িন এফসি। মহমেডান হোম গ্রাউন্ড করেছে কিশোর ভারতী স্টেডিয়ামকে। আইএসএলে অভিষেক ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিল মহমেডান স্পোর্টিং। তবে শেষ মুহূর্তে স্নায়ুর চাপ সামলাতে ব্যর্থ। ইনজুরি টাইমে গোল করে তিন পয়েন্ট ছিনিয়ে নেয় নর্থ ইস্ট। দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে এগিয়ে ছিল সাদা-কালো ব্রিগেড। ক্লাবের ইতিহাসে আইসএলে প্রথম গোলটি করেন অ্যালেক্সিস গোমেজ। যদিও প্রথম ম্যাচের মতোই ইনজুরি টাইমে গোল খাওয়ায় এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়। এ বার অ্যাওয়ে পরীক্ষা মহমেডান স্পোর্টিংয়ের।
চেন্নায়িন এফসি জয় দিয়ে মরসুম শুরু করেছে। প্রথম ম্যাচে ওডিশা এফসির বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জিতেছে তারা। ইনজুরি টাইমে রয় কৃষ্ণা গোল না করলে চেন্নায়িন ৩-১ ব্যবধানে জিততে পারত। চেন্নাইয়ের টিমের হয়ে জোড়া গোল করেন ফারুখ চৌধুরী। একটি গোল ড্যানিয়েল চিমার। বল পজেশনে অবশ্য অনেকটাই এগিয়ে ছিল ওডিশা এফসি। কাউন্টার অ্যাটাকে চেন্নায়িন যে ভয়ঙ্কর, বলার অপেক্ষা রাখে না।
প্রথম অ্যাওয়ে ম্যাচ। অচেনা প্রতিপক্ষ, পরিবেশও অচেনা। মহমেডান স্পোর্টিং কোচ আন্দ্রে চের্নিশভ বলছেন, ‘সত্যি বলতে, চিন্তা একটাই, এটি আমাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। সকলের কাছেই নতুন অভিজ্ঞতা। ম্যাচে কী হবে, আগে থেকে বোঝা কঠিন। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। ম্যাচ চলাকালীন নতুন পরিকল্পনা গড়তে হবে। একটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে, বলতে পারি।’ চেন্নায়িনের হোম ম্যাচ। স্বাভাবিক ভাবেই তারা যে অ্যাডভান্টেজ থাকবে, বলাই যায়। মহমেডান চাইছে, গত দুই ম্যাচের মতো ধারাবাহিকতা বজায় রাখা। চিন্তা একটাই, শেষ মুহূর্তের ডিফেন্স।