Manchester United: বিশ্বাসই হচ্ছে না! ম্যান ইউ তারকার থেকে সারপ্রাইজ গিফ্ট পেয়ে অবাক অরিজিৎ সিং

Sep 25, 2024 | 6:41 PM

Watch Video: সম্প্রতি সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং লন্ডনে গিয়েছিলেন একটি কনসার্ট করতে। সেখানে ব্রিটিশ পপ তারকা এড শিরানের সঙ্গে এক মঞ্চে গান গেয়েছেন অরিজিৎ। এরই মাঝে ম্যান ইউয়ের (Manchester United) এক ফুটবলারের কাছ থেকে বিশেষ সারপ্রাইজ গিফ্ট পেয়েছেন ভারতীয় সঙ্গীতশিল্পী।

Manchester United: বিশ্বাসই হচ্ছে না! ম্যান ইউ তারকার থেকে সারপ্রাইজ গিফ্ট পেয়ে অবাক অরিজিৎ সিং
Manchester United: বিশ্বাসই হচ্ছে না! ম্যান ইউ তারকার থেকে সারপ্রাইজ গিফ্ট পেয়ে অবাক অরিজিৎ সিং

Follow Us

কলকাতা: ক্রীড়ার সঙ্গে গানের একটা আলাদাই যোগসূত্র রয়েছে। ক্রিকেট ম্যাচ চলাকালীন একাধিক স্টেডিয়ামে নানা গান চলতে শোনা যায়। ক্রিকেট প্রেমীরা একসঙ্গে দুটো বিনোদনই উপভোগ করেন। এ তো গেল ক্রিকেটের কথা? আর ফুটবল মাঠে কী হয়? সেখানও থাকে গানের ছোঁয়া। সম্প্রতি সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং লন্ডনে গিয়েছিলেন একটি কনসার্ট করতে। সেখানে ব্রিটিশ পপ তারকা এড শিরানের সঙ্গে এক মঞ্চে গান গেয়েছেন অরিজিৎ। সেই সকল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরই মাঝে ম্যান ইউয়ের (Manchester United) এক ফুটবলারের কাছ থেকে বিশেষ সারপ্রাইজ গিফ্ট পেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। যা পেয়ে জিয়াগঞ্জের ছেলে আপ্লুত। ভাইরাল ভিডিয়োতে তাঁকে দেখে বোঝা যায়, তিনি এই উপহার পেয়ে নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ম্যাসন মাউন্ট তাঁর অটোগ্রাফ দেওয়া একটি জার্সি উপহার দিয়েছেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংকে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রিমিয়ার লিগ ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলেও সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। প্রচুর লাইক, কমেন্ট পড়েছে।

ওই ভিডিয়োতে অরিজিৎ সিংয়ের হাতে দেখা গিয়েছে এক জার্সির পিছনে নিজের নাম লেখা। এরপরই তাঁর সামনে থাকা এক ব্যক্তি একটি বক্স খুলে ধরেন। সেখানে ছিল ম্যাসন মাউন্টের অটোগ্রাফ দেওয়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একটি জার্সি। যা দেখে অরিজিতের চোখে-মুখে খুশি ফুটে ওঠে। বোঝাই যাই এই উপহার পেয়ে তিনি বেজায় খুশি হয়েছেন।

প্রসঙ্গত, অরিজিৎ সিংয়ের লন্ডনের কনসার্ট প্রসঙ্গে বলতে গেলে, সেখানে এড শিরানের আসা নিয়ে বিরাট আলোচনা হয়েছে। অরিজিৎ ও এড শিরান এক মঞ্চে জুটি বেঁধে গান গেয়েছেন। অরিজিৎ নিজের সোশ্যাল মিডিয়ায় ব্রিটিশ পপ তারকার সঙ্গে পারফর্ম করা নিয়ে পোস্ট শেয়ার করেছেন। শুধু তাই নয়, নেটদুনিয়া জুড়ে ঘুরছে এক মঞ্চে অরিজিৎ ও এডের গান গাওয়ার ভিডিয়ো।

Next Article
ISL Season 11: প্রথম অ্যাওয়ে ম্যাচ, বড় স্বপ্ন নিয়ে নামছে মহমেডান স্পোর্টিং