ISL 2024-25: শেষ মুহূর্তে নাটকীয় মোড়! মেসির গোলে ইস্টবেঙ্গলের জয়ের হ্যাটট্রিক

Feb 26, 2025 | 10:11 PM

East Bengal vs Hyderabad FC: ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে অবশ্য অনেক ঘাম ঝরাতে হয়েছে। আক্রমণের পর আক্রমণ তৈরি হয়েছে। কিন্তু গোলের মুখ কিছুতেই খুলছিল না। ইস্টবেঙ্গল শেষ অবধি ২-০ ব্যবধানে হারিয়েছে হায়দরাবাদ এফসিকে।

ISL 2024-25: শেষ মুহূর্তে নাটকীয় মোড়! মেসির গোলে ইস্টবেঙ্গলের জয়ের হ্যাটট্রিক
Image Credit source: X

Follow Us

ইন্ডিয়ান সুপার লিগে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের। যদিও অনেক অনেক চাপ তৈরি করতে হয়েছে। ঘরের মাঠে এ দিন হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল। মরসুমের শুরুটা ভালো হলে, অনেকটাই স্বস্তিজনক থাকতে পারত। বেশ কয়েক ম্যাচ আগে থেকেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলে আসছিলেন, এখন আর প্লে-অফ নিয়ে ভাবছেন না। তাঁর নজর এএফসির টুর্নামেন্টে। টিমকে সাজিয়ে নেওয়াই লক্ষ্য। আইএসএলে জয়ের হ্যাটট্রিকে যেন সেই লক্ষ্য একটু একটু করে পূরণ হচ্ছে।

ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে অবশ্য অনেক ঘাম ঝরাতে হয়েছে। আক্রমণের পর আক্রমণ তৈরি হয়েছে। কিন্তু গোলের মুখ কিছুতেই খুলছিল না। ইস্টবেঙ্গল শেষ অবধি ২-০ ব্যবধানে হারিয়েছে হায়দরাবাদ এফসিকে। যার একটি আত্মঘাতী গোল। ম্যাচের ৮৬ মিনিটে মনোজ মহম্মদের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ইনজুরি টাইমে মেসি বৌলির গোলে স্কোর লাইন ইস্টবেঙ্গলের পক্ষে ২-০।

ম্যাচের পরিসংখ্যান বলছে, হায়দরাবাদের বিরুদ্ধে সব মিলিয়ে ২২টি শট নিয়েছে ইস্টবেঙ্গল। এর মধ্যে টার্গেটে ছিল মাত্র দুটি। গোলও হয়েছে দুটিই। বল পজেশনে অবশ্য কিছুটা এগিয়ে ছিল হায়দরাবাদ এফসি। প্রচুর পাসও খেলেছে হায়দরাবাদ এফসি। দিনের শেষে স্কোরলাইন আসল। ইস্টবেঙ্গলের হাতে এখনও দু-ম্যাচ। পুরো ৬ পয়েন্ট নিলে এবং গোল ব্যবধান বাড়াতে পারলে প্লে-অফের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।

Next Article