কলকাতা: বাবা রক্ষণ সামলাতেন আর ছেলে আক্রমণ তৈরি করতে ওস্তাদ। কলকাতার ময়দান থেকেই সাড়া জাগিয়েছিলেন মেহরাজউদ্দিন ওয়াদু (Mehrajuddin Wadoo)। কাশ্মীরি ফুটবলার কলকাতার তিন প্রধানেই চুটিয়ে খেলেছেন। এখন আইএসএলে মহমেডান স্পোর্টিংয়ের কোচ। মেহরাজের ছেলে ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সিতে অনূর্ধ্ব-১৩ দলের হয়ে দুর্দান্ত ফুটবল খেলছে। বাবা রক্ষণ সামলানোর কাজ করলেও, ছেলের ভূমিকা একেবারে উল্টো। অ্যাটাকিং মিডফিল্ডই পছন্দের জায়গা ১২ বছরের মহম্মদ আহমেদ ওয়াদুর।
ইস্টবেঙ্গলের বয়সভিত্তিক দলে এ বছরই এসেছে মেহরাজের ছেলে। মূলত ডানদিক দিয়ে খেলতে পছন্দ করে। ফেডারেশনের অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগে এদিন অ্যাডামাস ইউনাইটেডের বিরুদ্ধে গোল করে মহম্মদ আহমেদ ওয়াদু। ৩-১ গোলে জেতে ইস্টবেঙ্গলের ছোটরা। লিগে দু-নম্বরে আছে ইস্টবেঙ্গল। একে মোহনবাগান। ইস্ট জোন থেকে প্রথম দুটো দল জায়গা করে নেবে পরবর্তী জোনে।
২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলেন মেহরাজ। বাবা-ছেলে একই দলের জার্সিতে খেলেছে, এমন নজির বিরল। বয়সভিত্তিক দলে মেহরাজের ছেলে খেললেও, লাল-হলুদ জার্সি এক করে দিয়েছে কাশ্মীরের বাবা-ছেলেকে। তার আগে ২০০৪-০৭ পর্যন্ত খেলেছেন মোহনবাগানে। সবুজ-মেরুন জার্সিতে পরে আবার এক বছর খেলছিলেন। ২০১৩-১৪ মরসুমে মহমেডানে খেলেন মেহরাজ। আইএসএলে চেন্নাইয়িন এফসি, মুম্বই সিটি এফসির হয়েও খেলেন ভারতের প্রাক্তন ডিফেন্ডার।