Mohun Bagan: পরের মরসুমেও দলগঠনে ফের চমক দেখাতে তৈরি বাগান টিম ম্যানেজমেন্ট
এখন থেকেই বেশ কিছু ফুটবলারকে টার্গেট করতে শুরু করেছে মোহনবাগান সুপারজায়ান্ট। সূত্রের খবর, মোলিনার পরামর্শ নিয়ে তলায় তলায় শক্তিশালী দল গড়ার লক্ষ্যে নেমেছে রিক্রুটিং টিম

কলকাতা: ইতিহাস গড়েছে মোহনবাগান। আইএসএলে টানা দু’বার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তবে এবার লিগ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নশিপেও নজর রাখছে মোলিনার দল। তাই বাড়তি উচ্ছ্বাসে ভাসতে নারাজ বাগান শিবির। টুর্নামেন্ট এখনও শেষ হয়ে যায়নি। নজর সরাতে চাইছেন না কোচ মোলিনাও। রবিবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর সোম আর মঙ্গলবার দু’দিন অনুশীলনে ফুটবলারদের ছুটি দিয়েছেন কোচ। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ আছে মোহনবাগানের (Mohun Bagan)।
এখন থেকেই সামনের বছরের পরিকল্পনা শুরু করে দিয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট। এবছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে সরাসরি কোয়ালিফাই করলেও খেলার সুযোগ পাননি ম্যাকলারেনরা। লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ায় সামনের বছরও এসিএল টু খেলার ছাড়পত্র পেয়ে গেছে গঙ্গাপারের ক্লাব। তাই এখন থেকেই সামনের বছরের জন্য শক্তিশালী দল গড়ার ব্লু প্রিন্ট তৈরি করছে মোহনবাগান সুপারজায়ান্ট।
নুনো রেইসকে এবছর চ্যাম্পিয়ন্স লিগ টু-র জন্য সই করিয়েছিল মোহনবাগান। অথচ সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামার সুযোগই হয়নি পর্তুগিজ ফুটবলারের। গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে ১ বছরের চুক্তি করেছিল মোহনবাগান। ৩৪ বছরের মিডফিল্ডারের ফিটনেস একটা ইস্যু।
এই খবরটিও পড়ুন




এখন থেকেই বেশ কিছু ফুটবলারকে টার্গেট করতে শুরু করেছে মোহনবাগান সুপারজায়ান্ট। সূত্রের খবর, মোলিনার পরামর্শ নিয়ে তলায় তলায় শক্তিশালী দল গড়ার লক্ষ্যে নেমেছে রিক্রুটিং টিম। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-তে বিদেশি খেলানোর বাধ্যবাধকতা নেই। হাইপ্রোফাইল বিদেশিদের এখন থেকেই টার্গেট করছে বাগান থিঙ্ক ট্যাঙ্ক। সূত্রের খবর, স্প্যানিশ লিগে খেলা দঃ আমেরিকার এক মিডফিল্ডার রয়েছে সেই তালিকায়। এছাড়া অস্ট্রেলিয়ার এক হেভিওয়েট মিডফিল্ডারের নামও শোনা যাচ্ছে। শেষ কয়েক বছর ধরেই বিদেশি বাছাইয়ে চমক দিয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট। এবছর প্রত্যেক বিদেশিই দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। সামনের মরসুমে দলগঠনে তাই খুব বেশি বদল দেখার সম্ভাবনা না থাকলেও, চমক দেখাতে তৈরি মোহনবাগান সুপারজায়ান্ট।





