IPL 2025, Virat Kohli ভিডিয়ো: কিং কোহলি পৌঁছতেই বেঙ্গালুরুতে বিরাট ধামাকা
Royal Challengers Bengaluru, IPL: তাদের ম্যাচ দিয়েই আইপিএলের ১৮ তম সংস্করণের বোধন। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে আরসিবি। প্র্যাক্টিসে যোগ দিলেন বিরাট কোহলিও। আর বেঙ্গালুরুতে তিনি পৌঁছতেই বিরাট ধামাকা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি অনেক আগেই শুরু করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরোয়া ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিরাও যোগ দিয়েছেন। ব্যাটিং কোচ দীনেশ কার্তিক কাজ শুরু করে দিয়েছেন। তাদের ম্যাচ দিয়েই আইপিএলের ১৮ তম সংস্করণের বোধন। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে আরসিবি। প্র্যাক্টিসে যোগ দিলেন বিরাট কোহলিও। আর বেঙ্গালুরুতে তিনি পৌঁছতেই বিরাট ধামাকা।
সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ফাইনালে রান পেলেও টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিরাট কোহলি। আইসিসির ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা টিমেও জায়গা করে নিয়েছেন। এ বার আইপিএলে নজর। জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। তার আগে আইপিএলে বিরাটের পারফরম্যান্সে নজর থাকবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে উদ্বোধনী মরসুম থেকে খেলছেন বিরাট কোহলি। একই টিমের হয়ে ১৮তম সংস্করণে নামছেন। কিন্তু ট্রফির প্রত্যাশা এখনও মেটেনি।
আইপিএলে ২৫২ ম্যাচে ৮ হাজারের উপর রান করেছেন বিরাট কোহলি। নতুন মরসুমে আরসিবির নেতৃত্বে রজত পাতিদার। তাঁর ক্যাপ্টেন্সির শুরুটা কেমন হবে, বিরাটের পারফরম্যান্সের উপরও অনেকটা নির্ভর করবে। বেঙ্গালুরু বিরাট কোহলির কাছে ‘হোম’। তিনি পৌঁছতেই সমর্থকরা আরও উৎসাহী হয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট। রজত পাতিদারকে ক্যাপ্টেন ঘোষণার দিনই বিরাট বার্তা পাঠিয়েছিলেন। এ বার তিনি পৌঁছতেই সমর্থকরা অপেক্ষায় মাঠে নামার।
This Man and the Aura. 😮💨🤌 pic.twitter.com/TkBv879DQs
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 15, 2025





