Modi Sri Lanka Visit: পরের মাসেই শ্রীলঙ্কা যেতে পারেন প্রধানমন্ত্রী, আগাম ঘোষণা দ্বীপরাষ্ট্রের বিদেশমন্ত্রকের
Modi Sri Lanka Visit: এবার সেই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় নাকি পাড়ি দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৫ সালের পর এই নিয়ে চতুর্থবার সেদেশে যাচ্ছেন তিনি।

কলম্বো: নির্বাচনে জিতেই ভারত-সফরে এসেছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়ক। দ্বীপরাষ্ট্র এখন ভারতপন্থী বলেই ইঙ্গিতে দাবি করেছিলেন তিনি। এবার সেই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় নাকি পাড়ি দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৫ সালের পর এই নিয়ে চতুর্থবার সেদেশে যাচ্ছেন তিনি।
জানা গিয়েছে, আগামী মাসের গোড়ার দিকেই সে দেশে সফরে যেতে চলেছেন তিনি। শনিবার দেশের বাজেট অধিবেশনে এমনটাই জানালেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী ভিজিথা হেরাথ। সংসদে দাঁড়িয়ে তিনি বললেন, ‘আমরা ভারতের সঙ্গে বরাবরই মিত্রতা বজায় রাখার চেষ্টা করেছি। সরকার গঠনের পরেই আমাদের প্রথম কূটনৈতিক সফর হয়েছিল ভারতের উদ্দেশেই। এবার সেদেশের প্রধানমন্ত্রী এপ্রিল নাগাদ শ্রীলঙ্কায় আসছেন।’
অবশ্য, কলম্বো তরফে মোদীর সফর নিয়ে আগাম ঘোষণা করা হলেও, মুখ খুলতে দেখা যায়নি নয়াদিল্লিকে।
তবে ঠিক কী উদ্দেশে দ্বীপরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদী? শনিবার তাঁদের সংসদে দাঁড়িয়ে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী জানান, দেশের ত্রিঙ্কোমালি জেলার সামপুরে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে চলেছেন মোদী। এছাড়াও, তাদের সরকারের সঙ্গে একাধিক বৈঠক ও নানা বিষয়ে মউ (MoU) সাক্ষর করারও কথা রয়েছে তাঁর, দাবি বিদেশমন্ত্রীর।
প্রসঙ্গত, ২০২৩ সালেই শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত বিদ্য়ুৎ উৎপাদন সংস্থার সঙ্গে যৌথ ভাবে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সম্মত হয়েছিল ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা এনটিপিসি (NTPC)। সেই কারণেই সেদেশে পূর্বদিকের এক জেলায় শুরু হয় সৌরবিদ্যৎ কেন্দ্র তৈরির কাজ। এবার সেই কেন্দ্রই উদ্বোধন করতে চলেছেন মোদী।





