Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CT 2025, NZ vs BAN: পাকিস্তানের ‘রাস্তায়’ বাংলাদেশের পুঁজি ২৩৬

ICC Champions Trophy 2025: নিউজিল্যান্ড জিতলে পাকিস্তান, বাংলাদেশ দু-দলই ছিটকে যাবে। টুর্নামেন্টে নিজেদের টিকে থাকার পাশাপাশি পাকিস্তানেরও আয়ু বাড়াতে বাংলাদেশের পুঁজি মাত্র ২৩৬ রান।

CT 2025, NZ vs BAN: পাকিস্তানের 'রাস্তায়' বাংলাদেশের পুঁজি ২৩৬
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 24, 2025 | 6:42 PM

এক ম্যাচ। তাকিয়ে দু-দল। গ্রুপ এ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। প্রথম দু-ম্যাচেই জিতেছে তারা। দ্বিতীয় দল হিসেবে কারা যাবে, তারই ফয়সালা রাওয়ালপিন্ডিতে। যদি বাংলাদেশ জেতে, তাদের পাশাপাশি আয়ু বাড়বে পাকিস্তানেরও। কিন্তু নিউজিল্যান্ড জিতলে পাকিস্তান, বাংলাদেশ দু-দলই ছিটকে যাবে। টুর্নামেন্টে নিজেদের টিকে থাকার পাশাপাশি পাকিস্তানেরও আয়ু বাড়াতে বাংলাদেশের পুঁজি মাত্র ২৩৬ রান।

পাকিস্তানে ব্যাটিং সহায়ক পিচ। রাওয়ালপিন্ডি আরও বেশি। এর আগে ইংল্যান্ড বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে এমন মন্তব্যও এসেছিল, যে রাস্তায় খেলা হচ্ছে। রাওয়ালপিন্ডির পিচ যে এখনও ব্যাটিং সহায়ক সেটা বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে ধরা পড়ল। যদিও শট সিলেকশনে দ্বিধা এবং নিউজিল্যান্ডের দুর্দান্ত ফিল্ডিং। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২৩৬ রান তোলে বাংলাদেশ।

এই খবরটিও পড়ুন

ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ৭৭ রান করলেও নিয়েছেন ১১০টি ডেলিভারি। মিডল ওভারে স্পিনার মাইকেল ব্রেসওয়েলের দুর্দান্ত বোলিং। কেন উইলিয়ামসনের চোখ ধাঁধানো ক্যাচ। ৯৭-২ থেকে দ্রুতই ১১৮-৫ হয়ে যায়। সেখান থেকে কিছুটা লড়াই শান্ত ও জাকেরের। শান্ত ফিরতেই ফের অস্বস্তি। জাকের আলি ৪৫ রান করেন। লেগ স্পিনার রিশাদ হোসেন ২৬। লোয়ার অর্ডারে এই দুটো ইনিংস না থাকলে ২০০ পেরোতে পারত না বাংলাদেশ।