Shreyas Iyer: কত বল বাকি ছিল? পাকিস্তানকে দুরমুশ করেও সন্তুষ্ট নন শ্রেয়স আইয়ার!
India vs Pakistan in Champions Trophy 2025: রান তাড়ায় শুরুতে রোহিতের উইকেট হারানোয় সাময়িক অস্বস্তি ছিল ভারতীয় শিবিরে। প্রিন্স শুভমন গিলের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন কিং কোহলি। শুভমন ফিরলেও ক্রিজে তখনও কিং। শ্রেয়সের সঙ্গেও অনবদ্য জুটি গড়েন। বিরাটের অপরাজিত সেঞ্চুরিতে ৪৫ বল বাকি থাকতেই জয়।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। দুবাইয়ের মন্থর পিচে বোলারদের দাপট, বিশেষ করে মহম্মদ সামির ফাইফার যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তেমনই শুভমন গিলের সেঞ্চুরি। সুপার সান ডে-তে পাকিস্তান বধ সম্পন্ন। পাকিস্তান অবশ্য শুরুটা ভালো করেছিল। এরপর হার্দিক পান্ডিয়ার ব্রেক থ্রু, অক্ষরের বুলস আই থ্রো। তৃতীয় উইকেটে রিজওয়ান ও সাউদ শাকিল সেঞ্চুরি পার্টনারশিপ গড়লেও খুবই মন্থর। পাকিস্তানকে ২৪১ রানেই অলআউট করে ভারত।
রান তাড়ায় শুরুতে রোহিতের উইকেট হারানোয় সাময়িক অস্বস্তি ছিল ভারতীয় শিবিরে। প্রিন্স শুভমন গিলের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন কিং কোহলি। শুভমন ফিরলেও ক্রিজে তখনও কিং। শ্রেয়সের সঙ্গেও অনবদ্য জুটি গড়েন। বিরাটের অপরাজিত সেঞ্চুরিতে ৪৫ বল বাকি থাকতেই জয়। ৬ উইকেটে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। পাকিস্তান বধ করেও সন্তুষ্ট নন শ্রেয়স আইয়ার!
বিরাট কোহলির সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শ্রেয়সও। ৬৭ বলে ৫৬ রান করেন তিনি। সেই শ্রেয়স সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করে বসেন, ‘আচ্ছা কত বল বাকি ছিল?’ ৪৫ বল শুনেই বলেন, ‘আমার মনে হয় আরও আগেই জিততে পারতাম। সেটা আরও ভালো জয় হত। আমাদের আরও আগ্রাসী ব্যাটিং করা প্রয়োজন ছিল। আরও আগে ম্যাচটা জিততে পারতাম।’ কঠিন পিচে ৪৫ বল বাকি ৬ উইকেটের জয়েও সন্তুষ্ট নন! আসলে এই ভারতীয় টিমের প্রত্যাশাটাই যে বেশি। এর জন্যই টুর্নামেন্টে ফেভারিটও ধরা হচ্ছে।





