Indian Women’s Football Team: ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারতের মেয়েরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 10, 2021 | 8:32 AM

এক বিবৃতিতে সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF) বলেছে, ছেলে-মেয়েদের মিলিয়ে এই প্রথম কোনও সিনিয়র ভারতীয় টিম ব্রাজিল, চিলি কিংবা ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবে।

Indian Womens Football Team: ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারতের মেয়েরা
Indian Women's Football Team: ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারতের মেয়েরা

Follow Us

নয়াদিল্লি: এশিয়ান কাপের (Asian Cup) প্রস্তুতির জন্য এ বার ব্রাজিলে (Brazil) পাড়ি দিতে চলেছেন ভারতের মেয়েরা। তবে নিছক কোনও প্রস্তুতি ম্যাচ নয়। একটা চারদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে ভারত। বিশ্বকাপের রানার্স টিম ব্রাজিলের পাশাপাশি চিলি ও ভেনেজুয়েলাও খেলবে। ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর মানাউসে হবে টুর্নামেন্ট।

বিশ্বের সাত নম্বর টিম ব্রাজিল ২০০৭ সালে মেয়েদের বিশ্বকাপে রানার্স হয়েছিল। ২০০৪ ও ২০০৮ সালে অলিম্পিকে রুপোও পেয়েছিল। মেয়েদের ফুটবলে সুপারস্টার ধরা হয় যাঁকে, সেই মার্তা ডি সিলভা টিমের ক্যাপ্টেন। ব্রাজিলের হয়ে ১৬৭ ম্যাচে ১১২টা গোল করেছেন তিনি। তবে ৩৫ বছরের মার্তা এই টুর্নামেন্টে খেলবেন কিনা, তা অবশ্য জানা যায়নি। সেই সঙ্গে ৩৭ নম্বরে থাকা চিলি, ৫৬ নম্বরে থাকা ভেনেজুয়েলাও যথেষ্ট ভালো টিম। চার দেশীয় এই টুর্নামেন্ট যে বেশ কঠিন হতে চলেছে, তা নিয়ে কোনও সংশয় নেই।

এক বিবৃতিতে সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF) বলেছে, ছেলে-মেয়েদের মিলিয়ে এই প্রথম কোনও সিনিয়র ভারতীয় টিম ব্রাজিল, চিলি কিংবা ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবে। সচিব কুশল দাসের কথায়, ‘এশিয়ান কাপের দিকে তাকিয়ে এআইএফএফ মেয়েদের সেরা প্রস্তুতির সুযোগ করে দিচ্ছে। ব্রাজিল, চিলি বিশ্বকাপে নিয়মিত খেলে। ওই রকম টিমগুলোর বিরুদ্ধে খেললে ভারতীয় টিমের মান অনেকটাই বাড়বে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।’

২৫ নভেম্বর মানাউসে ব্রাজিলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। ২৮ নভেম্বর চিলির বিরুদ্ধে ম্যাচ। ১ ডিসেম্বর খেলা ভেনেজুয়েলার বিরুদ্ধে। দুবাই, বাহারিন, সুইডেনের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রস্তুতি ম্য়াচ খেলেছে ভারতীয় টিম। এতেই শেষ নয়, আগামী ডিসেম্বরে কেরালাতে একটা চারদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে এআইএফএফ। যাতে এশিয়ান কাপের আগে মেয়েদের টিম নিজেদের তৈরি করে ফেলতে পারে।

Next Article