Roy Krishna: কন্যাসন্তানের বাবা হলেন এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 10, 2021 | 5:09 PM

এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্রানভোমরা রয় কৃষ্ণার (Roy Krishna) স্ত্রী নাজিয়া আলি (Naziah Ali) কন্যাসন্তানের জন্ম দিলেন। আজ, বুধবার সোশ্যাল মিডিয়ায় সেই খবর রয় নিজেই জানিয়েছেন তাঁর অনুরাগীদের।

1 / 4
এক ফুটফুটে কন্যাসন্তানের বাবা হলেন এটিকে মোহনবাগানের তারকা ক্রিকেটার রয় কৃষ্ণা (Roy Krishna)।

এক ফুটফুটে কন্যাসন্তানের বাবা হলেন এটিকে মোহনবাগানের তারকা ক্রিকেটার রয় কৃষ্ণা (Roy Krishna)।

2 / 4
২০১৮ সালে ফিজির সাংবাদিক নাজিয়া আলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রয়।

২০১৮ সালে ফিজির সাংবাদিক নাজিয়া আলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রয়।

3 / 4
গোল করে তিনি মাঝে মাঝেই স্ত্রীকে উৎসর্গ করতেন, এ বার সেই তালিকায় যোগ দিল তাঁদের প্রথম কন্যা সন্তান।

গোল করে তিনি মাঝে মাঝেই স্ত্রীকে উৎসর্গ করতেন, এ বার সেই তালিকায় যোগ দিল তাঁদের প্রথম কন্যা সন্তান।

4 / 4
সন্তান হওয়ার আগে স্ত্রী নাজিয়ার সঙ্গে এই বিশেষ সময়টা কাটিয়েছেন রয়।

সন্তান হওয়ার আগে স্ত্রী নাজিয়ার সঙ্গে এই বিশেষ সময়টা কাটিয়েছেন রয়।

Next Photo Gallery
Falguni Nayar: নিজের কৃতিত্বেই কামাল, দেশের স্বপ্রতিষ্ঠিত সবচেয়ে ধনী মহিলাকে চিনে নিন
Manushi Chhillar Fashion: সমুদ্র সৈকতে বিকিনি লুকে আগুন লাগালেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুসি চিল্লার! বিকিনির দাম শুনলে চমকে উঠবেন…