তেহরান: ইরানে ফের মহিলাদের জন্য জারি ফতোয়া। ফুটবল স্টেডিয়ামে ঢুকতে পারবেন না মহিলারা। মঙ্গলবার রাতে লেবাননের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচ ছিল ইরানের। ইমাম রেজা স্টেডিয়ামে মহিলাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেওয়া হয়। গত বছর ১৫ অগাস্ট তালিবান কাবুলের দখল নেওয়ার পর থেকে রক্ত ঝড়েছে আফগানিস্তানের এখানে সেখানে। বারবার তালিবদের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল আফগানদের। বিশেষ করে আফগান মহিলাদের প্রতিবাদ চোখে পড়েছিল। শিক্ষাক্ষেত্রে হিজাবের ফতোয়া জারি হওয়ার পর যে প্রতিবাদ আরও বাড়তে দেখা যায়। হিজাব ফেলে রং বেরঙের স্থানীয় পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন মহিলারা। এখনও বিভিন্ন দেশে মহিলাদের অধিকার খর্ব করার চেষ্টা করা হয়। এখনও বিভিন্ন জায়গায় বঞ্চিত মহিলারা। ইরানের ফুটবল আবার সেই জঘন্য কাজটা করে দেখাল।
ইরান-লেবানন ম্যাচ দেখতে ২ হাজার ইরানের মহিলা সমর্থকরা টিকিট নিয়ে মাঠে এসেছিলেন। কিন্তু তাঁদের মাঠে ঢুকতে দেওয়া হয়নি। গত জানুয়ারিতেই ইরানের ফুটবল স্টেডিয়ামে মহিলাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। ৩ বছর পর সেই অনুমতি দিয়েছিল ইরান সরকার। ইরান-ইরাক ম্যাচ দেখতে গ্যালারিতে থাকতে পেরেছিলেন মহিলা সমর্থকরা। ২০১৯ সালে ইরানের ফুটবলকে কড়া নির্দেশ দিয়েছিল ফিফা। মহিলাদের মাঠে প্রবেশের নির্দেশ দেওয়া হলেও গত জানুয়ারি পর্যন্ত তা বঞ্চিতই ছিল।
ইরানকে ফুটবল থেকে নির্বাসিত করার হুমকি দিয়েছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ২০১৮ সালের একটা ঘটনার ফলে নড়েচড়ে বসেছিল ফিফা। এক মহিলা সমর্থকের আত্মহত্যা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। ম্যাচ দেখতে যাওয়ার অপরাধে গ্রেফতার হয়েছিলেন সেই মহিলা সমর্থক। এর পর ইরান সরকার সীমিত সংখ্যক মহিলা সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিলেও আবার মহিলা সমর্থকদের মাঠে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করল।
আরও পড়ুন: Qatar World Cup 2022: ঢাকে কাঠি, কেমন হল বিশ্বকাপের নতুন বল?