ফতোরদাই যেন বাংলা ও বাঙালির যুবভারতী

একদিকে প্রথম ডার্বিতে হারের বদলা নিতে মুখিয়ে স্টেইনম্যান-পিলকিংটনরা। অন্যদিকে ডার্বি জিতে আইএসএলের শীর্ষস্থান মজবুত করতে চান রয় কৃষ্ণা-মার্সেলিনহোরা।

ফতোরদাই যেন বাংলা ও বাঙালির যুবভারতী
ফতোরদাই যেন বাংলা ও বাঙালির যুবভারতী
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2021 | 2:40 PM

মারগাও: আজ সব নজর ফতোরদায়। বড় ম্যাচ ঘিরে উন্মাদনার থার্মোমিটারে চড়ছে পারদ। আইএসএলের প্লে অফে ওঠার সম্ভাবনা নেই এসসি ইস্টবেঙ্গলের। ডার্বি জিতেই সমস্ত হতাশা ভুলতে চান লাল-হলুদ জনতা। প্রথম ডার্বিতে হারের বদলা নিতে মুখিয়ে স্টেইনম্যান-পিলকিংটনরা। অন্যদিকে দুরন্ত ছন্দে এটিকে মোহনবাগান। তরতরিয়ে এগোচ্ছে পালতোলা নৌকা। ডার্বি জিতে আইএসএলের শীর্ষস্থান মজবুত করতে চান রয় কৃষ্ণা-মার্সেলিনহোরা।

খাতায়-কলমে অনেকটাই এগিয়ে এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণাদের বিরুদ্ধে মাঠে নামার আগে লাল-হলুদকে ভাবাচ্ছে রক্ষণের ব্যর্থতা। প্রতি ম্যাচেই গোল হজম করেছেন ফক্সরা। প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছেন ব্রাইটরা। নির্বাসনের জন্য বেঞ্চে নেই কোচ রবি ফাউলার। হারানোর কিছু নেই। ডার্বি জিতলেই সমর্থকদের দিল খুশ। লাল-হলুদ জনতার প্রত্যাশা পূরণ করতে মরিয়া স্টেইনম্যানরা। ৩ পয়েন্টের জন্য অল আউট ঝাঁপানোই লক্ষ্য। বাগানের শক্তিশালী আক্রমণভাগ রুখতে রক্ষণে ভরসা রাজু-ফক্স। রয় কৃষ্ণা-মার্সেলিনহোদের খেলা বন্ধ করে দিতে চায় মশাল বাহিনী। বড় ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসের সুর ইস্টবেঙ্গলের মিডফিল্ড জেনারেল মাত্তি স্টেইনম্যানের গলায়।

টানা ৪ ম্যাচ জিতে ডার্বি খেলতে নামছে এটিকে মোহনবাগান। আত্মবিশ্বাসের চূড়ায় হাবাসের দল। শুক্রবারের ডার্বি জিতলে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করবেন মার্সেলিনহোরা। মুম্বই সিটি এফসির থেকে পয়েন্টের ব্যবধান বাড়ানোর সুযোগটা হারাতে চান না হাবাস। ডার্বি জয়ের সঙ্গে ক্লিনশিটও লক্ষ্য সবুজ-মেরুনের স্প্যানিশ হেড কোচের। ইস্টবেঙ্গল ৯ নম্বরে থাকলেও হাল্কা চোখে দেখতে নারাজ বাগান থিঙ্ক ট্যাঙ্ক। কোচ ফাউলার বেঞ্চে না থাকলেও তার স্ট্র্যাটেজিকে কাজে লাগাতে মরিয়া থাকবেন ব্রাইটরা। সেটা ভালো মতোই জানে এটিকে মোহনবাগান শিবির। লাল-হলুদের তারকা ব্রাইটকে রুখতে বাড়তি দায়িত্ব থাকবে সন্দেশ ঝিঙ্গান, তিরিদের কাঁধে। তবে শুধু ব্রাইট নয়, পিলকিংটন-স্টেইনম্যানদেরও গুরুত্ব দিচ্ছে গঙ্গাপারের ক্লাব। সহকারী কোচ সঞ্জয় সেন বলেন, ‘ডার্বি সবসময় আলাদা। অতীতের ফল কোনও প্রভাব ফেলে না। ওই দিন মাঠে যে পারফর্ম করে, সেই সেরা হয়। সৌরভ দাস, সার্থক গোলুইরা যোগ দেওয়ায় ইস্টবেঙ্গলের টিম অনেকটা সংগঠিত হয়েছে।’

View this post on Instagram

A post shared by TV9 Bangla (@tv9_bangla)

আরও পড়ুন:আইপিএলে ইতিহাস, ১৬.২৫ কোটিতে মরিসকে কিনল রাজস্থান

চাপা টেনশন শুরু হয়ে গিয়েছে দুই প্রধানের অন্দরেই। তবে সেই টেনশনকে বাইরে রেখেই মাঠে নামতে তৎপর রয় কৃষ্ণা, ব্রাইটরা। মরসুমের শেষ ডার্বিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় দুই প্রধানই। হোক না গোয়া, ফতোরদাই আজ যেন বাংলা ও বাঙালির যুবভারতী।