ATK Mohun Bagan vs Chennaiyin FC Highlights : হোম ম্যাচে হার দিয়ে আইএসএল শুরু এটিকে মোহনবাগানের
ATK Mohun Bagan vs Chennaiyin FC Live Score: আইএসএলের ২০২২-২৩ সংস্করণে নিজেদের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান নামছে চেন্নায়িন এফসির বিরুদ্ধে। ম্যাচের প্রতি মুহূর্তের লাইভ আপডেটস TV9 Bangla-য়।
কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2022-23) নতুন মরসুম শুরু হয়ে গিয়েছে। আজ অভিযান শুরু করল এটিকে মোহনবাগান। ঘরের মাঠে তাদের প্রথম প্রতিপক্ষ ছিল চেন্নায়িন এফসি। এ মরসুমে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan vs Chennaiyin FC)। ডুরান্ড কাপে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। এএফসি কাপেও জোনাল সেমিফাইনালে বিদায়। এটিক মোহনবাগানের পাখির চোখ আইএসএল। গত মরসুমে ট্রফির খুব কাছ থেকে ফিরতে হয়েছিল। আজ চেন্নায়িনের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হল দিমিত্রি পেত্রাতোসের। দলের সঙ্গে যোগ দিয়েছেন বহুদিন। অভিষেক ম্যাচে নজর কাড়লেন। কোচ হুয়ান ফেরান্দো আইএসএলে নতুন অভিযান শুরুর আগে জানিয়েছিলেন, ডুরান্ড-এএফসি কাপ তাঁদের কাছে অতীত। সব ভুলে আইএসএলে ভালো পারফরম্যান্স করাই লক্ষ্য। প্রতিটা প্রতিযোগিতার শুরুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভালো শুরু করতে পারলে বাকি ম্যাচের জন্য আত্মবিশ্বাস পাওয়া যায়। সেটাই পারল না এটিকে মোহনবাগান। এগিয়ে থেকেও ১-২ গোলে হার এটিকে মোহনবাগানের।
LIVE NEWS & UPDATES
-
ম্যাচের নির্যাস
মনবীরের গোলে এগিয়ে ছিল এটিকে মোহনবাগান।
দ্বিতীয়ার্ধে কারিকারির পেনাল্টি গোলে সমতা ফেরায় চেন্নায়িন এফসি।
ম্যাচের ৮২ মিনিটে রহিম আলি চেন্নায়িনের জয়সূচক গোলটি করেন।
-
এগিয়ে থেকেও হার
এগিয়ে থেকেও হার এটিকে মোহনবাগানের। চেন্নায়িনের কাছে ১-২ গোলে হারল সবুজ মেরুন।
-
-
হ্যান্ড-বল
চেন্নায়িন বক্সের সামান্য বাইরে হ্যান্ডবল। এটিকে মোহনবাগান পেনাল্টির আবেদন করে। রেফারি যদিও ফ্রি-কিক দেন। কাজে লাগাতে পারেনি এটিকে মোহনবাগান।
-
মনসংযোগে ব্যঘাত!
সমতা ফেরাল চেন্নায়িন এফসি। পেনাল্টি থেকে গোল করেন কারিকারি। বল নিয়ে এটিকে মোহনবাগান গোলের দিকে এগোচ্ছিলেন। এগিয়ে আসেন এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল। বল ধরতে পারেননি, বক্সের মধ্যে কারিকারিকে ফাউল করায় পেনাল্টি পায় চেন্নায়িন।
-
আলো নিভল
যুবভারতীর আলো নিভল। ম্যাচের ৫৩ মিনিটে বিদ্যুৎ বিভ্রাট।
-
-
প্রথমার্ধের নির্যাস
নিঃসন্দেহে প্রথমার্ধে দাপট দেখা গেল এটিকে মোহনবাগানের। চেন্নায়িন এফসি মূলত প্রতি আক্রমণের চেষ্টা করছিল। চেন্নায়িন গোলরক্ষক দেবজিৎ মজুমদার ভালো খেলেছেন। তবে তাদের রক্ষণ তেমন পারফর্ম করতে পারেনি। এটিকে মোহনবাগানের আশিক কুরুনিয়ান এবং হুগো বোমাসকে সামলাতে হিমসিম খাচ্ছিল তারা।
-
২ মিনিট…
প্রথমার্ধে ২ মিনিট অ্যাডেড টাইম।
-
গোওল….
এতক্ষণ শুধুমাত্র বল পজেশনেই এগিয়ে ছিল এটিকে মোহনবাগান। অবশেষে গোলের মুখ খুলল। গত মরসুমে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক গোলদাতা ছিলেন মনবীর। ম্যাচের ২৭ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের পাস অনবদ্য দক্ষতায় ফিনিশ করলেন মনবীর সিং।
-
ভুল শুধরে নিলেন দেবজিৎ…
বল ধরতে গিয়ে জায়গা মতো রাখতে পারেননি চেন্নায়িন গোলরক্ষক দেবজিৎ মজুমদার। বল পেয়ে যায় এটিকে মোহনবাগান। যদিও গোলে শট নিলেও তা বাঁচিয়ে দেন দেবজিৎ। ছোট্ট ভুল বড় সমস্যা তৈরি করতে পারতো চেন্নায়িনের।
-
যুবভারতীতে ইস্টবেঙ্গল!
যুবভারতীতে ক্রীড়াঙ্গনে উপস্থিত ইস্টবেঙ্গলের সাপোর্ট স্টাফরা। এটিকে মোহনবাগান এবং চেন্নায়িন এফসি, দু-দলকেই দেখে নেওয়ার সুযোগ তাদের সামনে। পরবর্তীতে পরিকল্পনা গড়তে সুবিধা হবে।
-
চেন্নায়িনের চেষ্টা
ম্যাচের নবম মিনিটে প্রথম আক্রমণে উঠতে দেখা গেল চেন্নায়িনকে। এতক্ষণ এটিকে মোহনবাগানের আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল তারা।
-
আক্রমণে এটিকে মোহনবাগান
আক্রমণাত্মক শুরু এটিকে মোহনবাগানের। ম্যাচের ৩ মিনিটে কর্নারও মিলল। বুদ্ধিদীপ্ত কর্নার হুগো বোমাসের। নীচু কর্নারে দারুণ শট নিয়েছিলেন প্রথম ম্যাচ খেলতে নামা দিমিত্রি পেত্রাতোস। তবে চেন্নায়িন গোলরক্ষক দেবজিৎ মজুমদার বাঁচিয়ে দেন। লাগাতার আক্রমণ এটিকে মোহনবাগানেরই।
-
যুবভারতীতে উলটপুরাণ!
কোচিতে কেরালা ব্লাস্টার্সের হোম ম্যাচে দর্শক উপচে পড়েছিল। এটিকে মোহনবাগানের হোম ম্যাচে যুবভারতীতে তেমনটাই প্রত্যাশা করা হয়েছিল। যদিও গ্যালারি তা বলছে না। তুলনামূলকভাবে অনেক কম সমর্থক উপস্থিত।
-
এটিকে মোহনবাগান ফর্মেশন
আইএসএল এ বারের মরসুমে প্রথম ম্যাচে ৩-৫-২ ফর্মেশনে শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান। আক্রমণাত্মক ফুটবলের প্রত্যাশা করা যেতেই পারে। এই ফর্মেশনে আক্রমণভাগে রাখা হয়েছে সবুজ মেরুন জার্সিতে অভিষেককারী দিমিত্রি পেত্রাতোস এবং মনবীর সিংকে। ধারাবাহিক ভালো খেললেও রিজার্ভ বেঞ্চে লিস্টন কোলাসো। তেমনই রক্ষণে শুরুতে নামানো হচ্ছে না পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবাকে।
অন্যদিকে, চেন্নায়িন এফসি অ্যাওয়ে ম্যাচে ৪-৪-২ ফর্মেশনে দল নামিয়েছে।
-
ওয়ার্ম আপ
শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন দু-দলের ফুটবলাররা। ওয়ার্ম আপ শেষের পথে।
.@vishalkaith01 & @AnirudhThapa gearing up for #ATKMBCFC ??#HeroISL #LetsFootball #ATKMohunBagan #ChennaiyinFC pic.twitter.com/PUXsdegM6i
— Indian Super League (@IndSuperLeague) October 10, 2022
-
অচেনা প্রতিপক্ষ
এটিকে মোহনবাগান এবং চেন্নায়িন এফসি। দু-দলেরই এ বারের আইএসএলের প্রথম ম্যাচে। ফলে প্রতিপক্ষ সম্পর্কে পুরনো ম্যাচের ভিডিয়োই ভরসা। আইএসএলে কোন পরিকল্পনা নিয়ে নামবেন হুয়ান ফেরান্দো সেটা যেমন প্রতিপক্ষের কাছে অজানা তেমনই প্রতিপক্ষ সম্পর্কেও খুব বেশি জানা নেই এটিকে মোহনবাগানের। ম্যাচের শুরুর দিকটা একে-অপরকে দেখে নেওয়ার পর্বই চলবে হয়তো।
-
কলকাতায় ফিরল আইএসএল
দীর্ঘ সময় পর হোম অ্যাওয়ে ভিত্তিতে হচ্ছে আইএসএল। যুবভারতীতে হোম ম্যাচ দিয়ে আজ অভিযান শুরু করছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ চেন্নায়িন এফসি।
এটিকে মোহনবাগান প্রথম একাদশ: বিশাল কাইথ, ব্র্যান্ডন হ্যামিল, জনি কাউকো, দিমিত্রি পেত্রাতোস, হুগো বোমাস, মনবীর সিং, শুভাশিস বোস, আশিক কুরুনিয়ান, প্রীতম কোটাল, দীপক টাঙরি, আশিস রাই।
Published On - Oct 10,2022 6:30 PM