Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2022-23: খাদের কিনারায় এটিকে মোহনবাগান, আজ অ্যাসিড টেস্ট…

ATK Mohun Bagan: গত দুই ম্যাচেই হুগো বোমাসকে পায়নি এটিকে মোহনবাগান। এই ম্যাচে ফেরার সম্ভাবনা প্রবল। মানসিক ভাবেও অনেক ভালো জায়গায় থাকবে এটিকে মোহনবাগান। রুদ্ধশ্বাস একটা ম্যাচ হতে চলেছে, এ বিষয়ে সন্দেহ নেই।

ISL 2022-23: খাদের কিনারায় এটিকে মোহনবাগান, আজ অ্যাসিড টেস্ট...
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2023 | 9:00 AM

কলকাতা : শহর জুড়ে কোন মরসুম বোঝা কঠিন হতে পারে। তবে মোহনবাগানের মরসুম জুড়ে গোল নষ্টের প্রদর্শনী, এ নিয়ে কোনও সন্দেহ নেই। দিমিত্রি পেত্রোতোস ছাড়া মোহনবাগানের যেন গোল করার কেউ নেই। পেত্রাতোস ব্যর্থ হলেই চাপে পড়েছে সবুজ মেরুন। প্রতিটা পয়েন্ট কত জরুরি এখন এটিকে মোহনবাগানের চেয়ে ভালো আর কেউ জানে না। লিগের শেষ দিকে এসে এখন কঠিন পরিস্থিতিতে এটিকে মোহনবাগান। লিগের মাঝ পথে অনেকটাই সুরক্ষিত দেখিয়েছিল। প্লে-অফ ছিল যেন সময়ের অপেক্ষা। প্লে অফের দোরগোড়ায় দাঁড়িয়ে লিগের সেরা ছয়। প্রথম দুটি দল নিশ্চিত হলেও বাকি চারটি জায়গার জন্য লড়াই এখনও জারি। খালি জায়গা চারটি। লড়াইয়ে পাঁচটি দল। এই তালিকায় রয়েছে আজকের ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্সও। এই ম্যাচে হারলে তাকিয়ে থাকতে হবে ২৫ ফেব্রুয়ারি ডার্বির জন্য়। বাকি দুই ম্যাচ থেকে অন্তত তিন পয়েন্ট প্রয়োজন এটিকে মোহনবাগানের। বিস্তারিত TV9Bangla-য়।

প্লে-অফে কার্যত জায়গা পাকা কেরালা ব্লাস্টার্সের। বৃহস্পতিবার এফসি গোয়া হারায় তাদের রাস্তা অনেকটাই সুরক্ষিত। চাপের খেলায় এটিকে মোহনবাগান। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তিন পয়েন্ট নিশ্চিত করলে ডার্বিতে কিছুটা হলেও চাপমুক্ত হয়ে নামতে পারবে। কিন্তু আজকের ম্যাচে পয়েন্ট নষ্ট করা মানেই প্লে-অফের দৌড়ে ডার্বি ডু অর ডাই হয়ে দাঁড়াবে সবুজ মেরুনের কাছে। সেরা চারে থাকতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিততে হবে। স্বাভাবিক ভাবেই সবুজ-মেরুন শিবিরেই বেশি চাপ। এর জন্য অবশ্য নিজেদের ছাড়া কাউকে দায়ী করার নেই মোহনবাগানের। গত তিন ম্যাচের মধ্যে অন্তত একটি ম্যাচে জিতলেও এত চাপে পড়তে হত না। গত তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে এটিকে মোহনবাগান। সে কারণেই রাস্তা আরও কঠিন হয়ে পড়েছে। ইস্টবেঙ্গল অনেক আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এ বার এটিকে মোহনবাগানও ব্যর্থ হলে বাংলার ফুটবলপ্রেমীদের হতাশা বাড়বে। মরসুমের শুরুতে ডুরান্ড কাপে এমনটাই হয়েছিল।

অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অনবদ্য় পারফর্ম করেছিল এটিকে মোহনবাগান। পিছিয়ে পড়েও কেরালার ব্লাস্টার্সের ঘরের মাঠে ৫-২ ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছিল এটিকে মোহনবাগান। হ্য়াটট্রিক করেছিলেন পেত্রাতোস। এ বার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করাই লক্ষ্য় এটিকে মোহনবাগানের। যদিও পরিস্থিতি পুরোপুরি আলাদা। পরিসংখ্যান বলছে, এটিকে মোহনবাগানকে কখনও হারাতে পারেনি কেরালা ব্লাস্টার্স। যুবভারতী ক্রীড়াঙ্গনে গত ম্যাচে হারের বদলা এবং পরিসংখ্যান বদলে দেওয়াতেই নজর থাকবে কেরল শিবিরের। গত দুই ম্যাচেই হুগো বোমাসকে পায়নি এটিকে মোহনবাগান। এই ম্যাচে ফেরার সম্ভাবনা প্রবল। মানসিক ভাবেও অনেক ভালো জায়গায় থাকবে এটিকে মোহনবাগান। রুদ্ধশ্বাস একটা ম্যাচ হতে চলেছে, এ বিষয়ে সন্দেহ নেই।