ISL Champion: ‘সমর্থকদের সঙ্গে আমিও নাচব’, কলকাতায় ফেরার অপেক্ষায় টুটু বসু

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 19, 2023 | 2:35 PM

Mohun Bagan : টুটু বসু আরও বলেন, 'সামনের বছর খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস। আশা করি, সামনের বছর সুপার জায়ান্টসের মতোই খেলবে মোহনবাগান।'

ISL Champion: সমর্থকদের সঙ্গে আমিও নাচব, কলকাতায় ফেরার অপেক্ষায় টুটু বসু
বাঁধনহারা উচ্ছ্বাসে সবুজ মেরুন সমর্থকরা। ছবি: রাহুল সাধুখাঁ

Follow Us

কলকাতা : এমন দিনে কি দুবাইতে থাকা যায়? কোনও মতেই না। শনিবার রাতের রেশ সারা বিশ্বজুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মোহনবাগান সমর্থকদের মধ্যেও। কর্মসূত্রে অনেকেই বাইরে থাকেন। টাইমজোন আলাদা। ম্য়াচ দেখার সুযোগ কিংবা ফল জানার সুযোগ মিস করেননি মোহনবাগান সমর্থকরা। পরতে পরতে খেলার রং বদলেছে। তাঁদের উৎকণ্ঠা কখনও মাত্রা ছাড়িয়েছে। জয়ের বাঁশি বাজতেই বাঁধনহারা উচ্ছ্বাসে ভেসেছেন তাঁরা। আর স্বপনসাধন বসু? তিনিই বা কী করে দুবাইতে বসে থাকেন! মোহনবাগানের দীর্ঘ সময়ের সঙ্গী। ক্লাবের অনেক ওঠা-নামার সাক্ষী। ক্লাবের যে কোনও সমস্য়ায় ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন। ক্লাব চ্য়াম্পিয়ন হতেই মন আনচান, কতক্ষণে সমর্থকদের মাঝে ফিরবেন। দুবাই থেকে ফোনে TV9Bangla-কে নিজের প্রতিক্রিয়া জানালেন।

মারগাওয়ের ফতোরদা স্টেডিয়ামে দেশের অন্য়তম শক্তিশালী ক্লাব বেঙ্গালুরু এফসিকে হারিয়ে চ্য়াম্পিয়ন হয়েছে মোহনবাগান। রুদ্ধশ্বাস ১২০ মিনিট। তাতেও ম্য়াচের নিষ্পত্তি হয়নি। অবশেষে টাইব্রেকারে ৪-৩ ব্য়বধানে জয়। নায়ক হয়ে ওঠেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। টিম গেমের পাশাপাশি তাঁর ব্য়ক্তিগত নৈপুণ্যও বড় ভূমিকা নিয়েছে। দুবাই থেকে ফোনে মোহনবাগানের সভাপতি স্বপনসাধন বসু (টুটু) বলেন, ‘এই আনন্দের জন্য় আমি সমর্থকদের সঙ্গে নাচব। দুবাই থেকে কলকাতা ফিরছি খুব তাড়াতাড়িই। সন্ধ্যার মধ্যেই পৌঁছে যাব।’

ট্রফি জয়ের পাশাপাশি মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস কয়েকগুণ বেড়ে গিয়েছে আরও একটি কারণে। দীর্ঘ সময় ধরেই ‘রিমুভ এটিকে’ আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সমর্থকরা। অবশেষে তাঁদের আন্দোলনের পুরস্কার মিলেছে। চ্য়াম্পিয়ন হওয়ার পরই এটিকে মোহনবাগানের অন্য়তম ডিরেক্টর সেই বহু প্রতীক্ষিত ঘোষণা করেছেন। গায়ে চাপানো চ্য়াম্পিয়ন লেখা টি-শার্ট। জানান, এ বার থেকে মোহনবাগানের নামের আগে এটিকে থাকবে না। পরের মরসুমে সবুজ মেরুন খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস হিসেবে। টুটু বসু আরও বলেন, ‘আমি মোহনবাগানের টি-শার্ট পরেই আসছি। আর এই যে নাম পরিবর্তন হয়েছে, সঞ্জীব গোয়েঙ্কাকে অনেক ধন্য়বাদ। তিনি অপেক্ষা করছিলেন, একটা ভালো মুহূর্তের জন্য়। এটিকে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হল। সামনের বছর খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস। আশা করি, সামনের বছর সুপার জায়ান্টসের মতোই খেলবে মোহনবাগান।’

Next Article