East Bengal: ভুবনেশ্বরে আজ ‘হোম’ ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এফসি গোয়া

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 21, 2023 | 10:00 AM

ISL, East Bengal vs FC Goa Match Preview: মাঝে দীর্ঘ বিরতি। ইন্ডিয়ান সুপার লিগে আজ হোম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। হোম ম্যাচ যদিও হোমে নয়। উৎসবের মরসুমে পুলিশ পাওয়া নিয়ে সমস্যা ছিল। যার জেরে এই ম্যাচ সরেছে ভুবনেশ্বরে। সেখানেই হোম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে নামছে লাল-হলুদ। স্বাভাবিক ভাবেই সমর্থকদের জন্য বেশ কিছুটা হতাশার। সকলের পক্ষে মাঠে গিয়ে টিমকে সমর্থন করা সম্ভব নয়। এর জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত।

East Bengal: ভুবনেশ্বরে আজ হোম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এফসি গোয়া
Image Credit source: East Bengal

Follow Us

কলকাতা: মাঝে দীর্ঘ বিরতি। ইন্ডিয়ান সুপার লিগে আজ হোম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। হোম ম্যাচ যদিও হোমে নয়। উৎসবের মরসুমে পুলিশ পাওয়া নিয়ে সমস্যা ছিল। যার জেরে এই ম্যাচ সরেছে ভুবনেশ্বরে। সেখানেই হোম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে নামছে লাল-হলুদ। স্বাভাবিক ভাবেই সমর্থকদের জন্য বেশ কিছুটা হতাশার। সকলের পক্ষে মাঠে গিয়ে টিমকে সমর্থন করা সম্ভব নয়। এর জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। এবারের আইএসএলে প্রথম তিন ম্যাচের মধ্যে একটি করে জয়, ড্র ও হার। শেষ ম্যাচটা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জিততেই পারতো ইস্টবেঙ্গল। যদিও নিজেদের অনেক সুযোগ নষ্ট ও রেফারির ভুলে খালি হাতেই মাঠ ছাড়তে হয়েছিল। এ বার সামনে এফসি গোয়া। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

যুবভারতীতে ম্যাচ খেলতে না পারা প্রসঙ্গে কার্লেস বলেছেন, ‘সমর্থকদের জন্য খুবই খারাপ লাগছে। ঘরের মাঠে সমর্থকরা বাড়তি শক্তি জোগায়। কিছু ক্ষেত্রে ক্লাবের ভালোর জন্য এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়। ভুবনেশ্বরে খেলার সিদ্ধান্ত আমার। নয়তো ম্যাচটা পিছিয়ে যেত। মুম্বই সিটি ও ওডিশা ম্যাচের মাঝে পড়ত। হয়তো ছয়দিনে তিনটি ম্যাচও হতে পারত। আমাদের কাছে আরও একটা বিকল্প ছিল, শিলিগুড়ি। পুজোর জন্য সেখানেও একই সমস্যা। ভুবনেশ্বরে ম্যাচ জেতাই লক্ষ্য থাকবে।’

টুর্নামেন্টের প্রথম ম্যাচ ড্র করে ইস্টবেঙ্গল। পরের ম্যাচে জয়। শেষ ম্যাচে হার। ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী। অন্য দিকে, এফসি গোয়া দুই ম্যাচ খেলে দুটিতেই জয়। কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করছে লাল-হলুদের জন্য। এফসি গোয়ার কোচ মানোলো মার্কুয়েজ গত মরসুমে হায়দরাবাদ এফসির দায়িত্বে ছিলেন। গোয়ার দায়িত্বে এখনও অবধি দুর্দান্ত। বাস্তবটা অবহেলা করছেন না ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতও। প্রতিপক্ষকে সমীহ করলেও তিন পয়েন্টেই লক্ষ্য।

ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া, বিকেল ৫.৩০, স্পোর্টস ১৮

Next Article