East Bengal: পাঁচ গোলের পর পঞ্জাবের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট ইস্টবেঙ্গলের!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 09, 2023 | 10:33 PM

ISL, East Bengal vs Punjab FC Match Report: নর্থ ইস্ট ইউনাইটেডকে তারা হারিয়েছিল ৫-০'র বিশাল ব্যবধানে। যদিও জয়ের পর ক্য়াপ্টেন ক্লেটন সিলভা মন্তব্য করেছিলেন, ৫-০ স্কোরলাইন দেখে সমর্থকরা যেন বোকা না বনেন। কারণ, স্কোরলাইন যাই হোক, ম্যাচটা খুবই কঠিন ছিল! পঞ্জাব এফসির বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। যে দল আগের ম্যাচে ৫ গোল দেয়, তারা পরের ম্যাচে কোনও গোলই করতে পারবে না, এমন ভাবাই কঠিন। লাল-হলুদে সেটাই হল। পঞ্জাবের বিরুদ্ধে গোলশূন্য ড্র।

East Bengal: পাঁচ গোলের পর পঞ্জাবের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট ইস্টবেঙ্গলের!
Image Credit source: X

Follow Us

কলকাতা: কোচ কার্লেস কুয়াদ্রাত কিংবা ক্যাপ্টেন ক্লেটন সিলভার কথাগুলোই বারবার উঠে আসে। ইন্ডিয়ান সুপার লিগে এর আগের ম্যাচে নজির গড়েছিল ইস্টবেঙ্গল। নর্থ ইস্ট ইউনাইটেডকে তারা হারিয়েছিল ৫-০’র বিশাল ব্যবধানে। যদিও জয়ের পর ক্য়াপ্টেন ক্লেটন সিলভা মন্তব্য করেছিলেন, ৫-০ স্কোরলাইন দেখে সমর্থকরা যেন বোকা না বনেন। কারণ, স্কোরলাইন যাই হোক, ম্যাচটা খুবই কঠিন ছিল! পঞ্জাব এফসির বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। ক্লেটনের সেই মন্তব্য কি পঞ্জাব ম্যাচের ক্ষেত্রেও প্রযোজ্য? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বারই প্রথম ইন্ডিয়ান সুপার লিগে খেলছে পঞ্জাব এফসি। টুর্নামেন্টে এখনও জয়ের স্বাদ পায়নি। অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এক পয়েন্ট তাদের কাছে যেন নৈতিক জয়। গত ম্যাচে ঘরের মাঠে ৫-০ ব্যবধানে জিতে সমর্থকদের প্রত্যাশা বাড়িয়েছিল ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগে কখনও টানা দু-ম্যাচ জেতেনি ইস্টবেঙ্গল। এ বার সেই সম্ভাবনা সত্যি হবে, এমনটাই মনে করা হচ্ছিল। যে দল আগের ম্যাচে ৫ গোল দেয়, তারা পরের ম্যাচে কোনও গোলই করতে পারবে না, এমন ভাবাই কঠিন। লাল-হলুদে সেটাই হল। পঞ্জাবের বিরুদ্ধে গোলশূন্য ড্র।

নর্থ ইস্টের বিরুদ্ধে চোট পেয়েছিলেন বোরহা ও হরমোনজ্যোত খাবরা। প্রথম জন খেললেন। খাবরা অনির্দিষ্টকালের জন্য নেই। তাঁর না থাকা সম্পর্কে ম্য়াচের আগে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছিলেন, শুধু একজন প্লেয়ার নয়, লিডারকেও মিস করব। পঞ্জাবের বিরুদ্ধে যেন সেটাই হল। গোলের সুযোগ তৈরি হল খুবই কম। বিশাল জয়ের পর কি আত্মতুষ্টি ঘিরে ধরেছিল ইস্টবেঙ্গলকে? এই প্রশ্নও উঠছে। ইস্টবেঙ্গল কোচের কথাগুলোই বারবার ফিরে আসছে। গত ম্যাচে ৪ গোল দিয়েও আত্মবিশ্বাসী ছিলেন না। পাঁচ গোলের পর স্বস্তি পান। নিজের টিম সম্পর্কে তিনিই তো ভালো জানবেন!

Next Article