ISL: মেসি-রোনাল্ডোদের বিশ্বযুদ্ধের মাঝেও বন্ধ থাকবে না আইএসএল

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jun 28, 2022 | 7:10 PM

বিশ্বকাপ চললেও, ভারতে আইএসএল (ISL) আর আই লিগ (I Legaue) চলবে। ফেডারেশন সূত্রে এমনই খবর। বিশ্বকাপের মাঝেও আইএসএল কিংবা আই লিগ বন্ধ থাকছে না। অগাস্টে শুরু ডুরান্ড কাপ। অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুতেই আইএসএলের সূচনা হওয়ার সম্ভাবনা প্রবল।

ISL: মেসি-রোনাল্ডোদের বিশ্বযুদ্ধের মাঝেও বন্ধ থাকবে না আইএসএল
বিশ্বকাপের মাঝেও চলবে আইএসএল। ছবি: টুইটার

Follow Us

কলকাতা: নভেম্বর মাস থেকেই ফুটবলপ্রেমীরা ডুব দেবেন বিশ্বকাপে (FIFA World Cup)। ২১ নভেম্বর থেকে কাতারে শুরু ফুটবল বিশ্বকাপ। চলবে ১৮ ডিসেম্বর। ওই এক মাস বিশ্বের অন্যান্য লিগ বন্ধ থাকবে। ১২ নভেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premiere League) শেষ ম্যাচ হবে। একমাসের উপর বন্ধ থাকবে ইপিএলের খেলা। আবার শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। লা লিগা ৯ নভেম্বর পর্যন্ত চলবে। তারপর শুরু হবে ৩১ ডিসেম্বর থেকে। লিগ ওয়ান, সিরি এ-র ক্ষেত্রেও এক। লিগ ওয়ানের শেষ ম্যাচ হবে ১৩ নভেম্বর। একমাসের উপর বন্ধ থাকার পর তা শুরু হবে ২৮ ডিসেম্বর থেকে। সিরি এ-র শেষ ম্যাচও ১৩ নভেম্বর। পরের ধাপের খেলা শুরু হবে ৪ জানুয়ারি থেকে। অধিকাংশ দেশগুলোতেও একই ছবি। বিশ্বকাপের জন্য সমস্ত লিগই তখন বন্ধ থাকবে। কিন্তু ভারতীয় ফুটবলের ছবিটা অবশ্য আলাদাই থাকবে।

 

বিশ্বকাপ চললেও, ভারতে আইএসএল (ISL) আর আই লিগ (I Legaue) চলবে। ফেডারেশন সূত্রে এমনই খবর। বিশ্বকাপের মাঝেও আইএসএল কিংবা আই লিগ বন্ধ থাকছে না। অগাস্টে শুরু ডুরান্ড কাপ। অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুতেই আইএসএলের সূচনা হওয়ার সম্ভাবনা প্রবল। এরপরই শুরু হবে আই লিগ। কোভিড পরিস্থিতিতে গত ২ বছর গোয়াতে আইএসএল হয়েছে। আই লিগ হয়েছে কলকাতায়। এ বছর থেকে আবার হোম অ্যান্ড অ্যাওয়ে-র ভিত্তিতেই আইএসএল, আই লিগ হওয়ার সম্ভাবনা। নির্ধারিত সময়ে লিগ শেষ করার জন্যই বিশ্বকাপের সময় আইএসএল বা আই লিগ চালিয়ে যেতে চায় ফেডারেশন। আইএসএল, আই লিগ শেষ হওয়ার পরই রয়েছে সুপার কাপ।

 

লিগ চালিয়ে যাওয়ার আরও একটা কারণ অবশ্য শোনা যাচ্ছে। শুধু ফেডারেশন বা এফএসডিএল চাইছে এমনটা নয়। ব্রডকাস্টাররাও চাইছে ওই সময়টায় লিগ চালিয়ে যেতে। ফিফা বিশ্বকাপ যেই চ্যানেলে সম্প্রচারিত হবে, আইএসএল বা আই লিগ সেখানে সম্প্রচারিত হবে না। তাই আইএসএলের বাজার ধরে বিশ্বকাপের ভিউয়ারশিপ কাড়ার চেষ্টাও চালাচ্ছে ব্রডকাস্টাররা। তবে মেসি, রোনাল্ডো, নেইমারদের বিশ্বযুদ্ধের মাঝে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি হলে, এ শহরের ছবিটা কেমন হবে তা তখনই বোঝা যাবে।

 

 

আরও পড়ুন: Arjun Tendulkar: সচিনপুত্রের সঙ্গে ডেটিংয়ে কোহলিকে প্রপোজ করা সুন্দরী, কে তিনি?

Next Article