AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

JAP vs CRO Match Report: টাইব্রেকারে জাপানের হার্ট-ব্রেক, কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

Japan vs Croatia Live Score, FIFA World Cup 2022: গোটা আল জানৌব স্টেডিয়াম জাপানের হয়ে গলা ফাটাচ্ছিল। কিন্তু তাঁদের প্রার্থনা কাজে লাগল না। রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জাপানকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল ক্রোয়েশিয়া।

JAP vs CRO Match Report: টাইব্রেকারে জাপানের হার্ট-ব্রেক, কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া
শেষ আটে ওঠার আনন্দImage Credit: Twitter
| Edited By: | Updated on: Dec 06, 2022 | 12:16 AM
Share

দোহা: টানটান রুদ্ধশ্বাস ম্যাচ। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ। ইউরোপিয়ান ফুটবলের অন্যতম পাওয়ার হাউস, গতবারের রানার্স ক্রোয়েশিয়া ও জাপান নকআউট ম্যাচের ৯০ মিনিটের ফলাফল ১-১ থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তারপর টাইব্রেকারে ১-৩ গোলে জাপানের হার্ট-ব্রেক। প্রথমে জার্মানি, তারপর স্পেন আর এবার ক্রোয়েশিয়া। শক্তিশালী ইউরোপের দেশগুলির সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করল জাপান। জার্মানি ও স্পেনকে হারালেও নকআউটে ক্রোয়েশিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাজিমাত করেছে। শেষ ষোলো থেকে বিদায় হলেও বিশ্বমঞ্চে এশিয়ান ফুটবলের অন্যতম সেরা উদাহরণ হয়ে থাকবে জাপানের হার না মানা লড়াই। এশিয়ান কন্টিনেন্ট থেকে তিনটে দেশ কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় পা দিয়ে ইতিহাস গড়েছিল। গত পরশু আর্জেন্টিনার বিরুদ্ধে অস্ট্রেলিয়া পারেনি। আজ বিশ্বকাপ থেকে বিদায় হাজি মরিয়সুর জাপানের। লাতিন আমেরিকান জায়ান্ট ব্রাজিলের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া পেরে উঠবে কি? আপাতত ফুটবল বিশ্বের নজর সেদিকেই।

ম্যাচের ৪৩ মিনিটে কর্নার পায় জাপান। ক্রোয়েশিয়ার রক্ষণভাগের ফুটবলার বল ক্লিয়ার করতে গেলে পায়ে গেলে বল চলে যায় জাপানের ডেইজেন মায়েডার কাছে। গোলমুখে ভেসে আসা বলটি খুব কাছ থেকে শট নিয়ে ক্রোয়েশিয়ার জালে জড়িয়ে দিয়ে এগিয়ে দেন মায়েডা। তার আগে অবশ্য দুটি দলই খেলেছে সমানভাবে। যদিও ক্রোয়েশিয়ার বল পজেশন ছিল বেশি। কিন্তু আক্রমণে একে অপরকে ছেড়ে কথা বলেনি দুটি দলই। প্রথম গোলটির আগে উভয় দলের কাছে গোলের সুযোগ এসেছিল। শেষ পর্যন্ত বিরতির ঠিক আগে প্রথম গোলটি করে এগিয়ে যায় জাপান। বিরতির পর সমতায় ফেরার প্রবল চেষ্টা চালায় ক্রোয়েশিয়া। সাফল্য আসে ৫৫ মিনিটে হেডে ইভান পেরিসিচের দুরন্ত গোল সমতায় ফেরায় ক্রোয়েশিয়াকে। ৯০ মিনিটের খেলায় ফলাফল ছিল ১-১।

নকআউট পর্বের পঞ্চম ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময় দুই দলই ব্যস্ত ছিল রক্ষণ সামলাতে। অতিরিক্ত সময়ের একদম শেষে জাপান গোলের সুযোগ হাতছাড়া করে। খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটে প্রথম দুটি শট মিস করেন জাপানের মিনামিনো এবং মিতোমা। এরপর জাপানের আসানো গোল করলেও মারিও ইয়োশিদার শট আটকে দেন  ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। তিনটি পেনাল্টি আটকে ম্যাচের নায়ক তিনিই। শেষ আটে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া ম্যাচের বিজয়ী দল।