ইরানের মেয়ে ফুটবলারকে নিয়ে সন্দেহ জর্ডনের যুবরাজের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 18, 2021 | 12:13 PM

জর্ডন ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের নারী ফুটবল দলের গোলকিপারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে।

ইরানের মেয়ে ফুটবলারকে নিয়ে সন্দেহ জর্ডনের যুবরাজের
ইরানের মহিলা ফুটবল দলের গোলকিপার জ়োরা কুদাই (ছবি-টুইটার)

Follow Us

মেয়েদের এশিয়া কাপের (Women’s Asia Cup) চূড়ান্ত পর্বে প্রথমবার পৌঁছে গিয়েছে ইরান মহিলা ফুটবল দল। গত সেপ্টেম্বরে এশিয়ান কাপের বাছাইপর্বে জর্ডনের (Jordan) মুখোমুখি হয়েছিল ইরান (Iran)। তবে সেই ম্যাচের নির্ধারিত সময়ে দুই দলই গোলের মুখ দেখতে পারেনি। ফলে শুটআউটে ৪-২ ব্যবধানে জেতে ইরান। এবং সেই ম্যাচে জর্ডনের ফুটবলারদের নেওয়া দুটো শট আটকে দেন ইরানের গোলকিপার জ়োরা কুদাই (Zohreh Koudaei)। আর তার পর জর্ডন ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের নারী ফুটবল দলের গোলকিপারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। এশিয়ান ফুটবল ফেডারেশনের (Asian Football Federation) কাছে চিঠি পাঠিয়ে কুদাইয়েক লিঙ্গ যাচাইকরণের আবেদন করেছে জেএফএ। গত রবিবার জেএফএ-এর সভাপতি ও জর্ডনের যুবরাজ আলি বিন আল-হুসেইন (Ali bin al-Hussein) একটি চিঠি টুইট করেন। ওই চিঠিতে কুদাইয়ের লিঙ্গ পরীক্ষার অনুরোধ জানান তিনি। পাশাপাশি এএফসিকে সজাগ হওয়ার কথাও বলেন তিনি।

চিঠিতে, জর্ডনের যুবরাজ এএফসি-র ৪৭ নম্বর ধারার কথা উল্লেখ করে বলেছেন যে, অংশগ্রহণকারী খেলোয়াড়দের লিঙ্গ যাচাইকরণ পরীক্ষা করা বাধ্যতামূলক নয়। তবে, অংশগ্রহণকারী খেলোয়াড়দের যোগ্যতা নিয়ে সন্দেহ থাকলে ফেডারেশন “তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে” বাধ্য। এ ছাড়াও, তিনি উল্লেখ করেন যে “ইরানি মহিলা ফুটবল দলের লিঙ্গ এবং ডোপিং বিষয়ের ইতিহাস রয়েছে”, যার ফলে তিনি একটি স্বাধীন তদন্তের দাবি জানান।

আলি বিন আল-হুসেইন আরও লেখেন, “জর্ডানিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের জমা দেওয়া প্রমাণ বিবেচনা করে এবং এই প্রতিযোগিতার গুরুত্ব বিবেচনা করে, আমরা এএফসিকে অনুরোধ করছি যে খেলোয়াড় এবং দলের অন্য সদস্যদের যোগ্যতা তদন্তের জন্য একটি স্বাধীন চিকিৎসা বিশেষজ্ঞদের প্যানেল দ্বারা একটি স্বচ্ছ এবং পরিষ্কার তদন্ত শুরু করা হোক।”

জর্ডনের যুবরাজের প্রশ্নের উত্তরে, ইরানের দলের নির্বাচক মরিয়ম ইরানদুস্ত দাবি করেছেন, যে এই চিঠিটি একটি অপ্রত্যাশিত পরাজয়ের পরে দোষারোপ করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। তিনি আরও জানান, জাতীয় দলের সকল খেলোয়াড়কে খুব ভালোভাবে পরীক্ষা করেছে মেডিকেল দল। এমনকি খেলোয়াড়দের হরমোনও পরীক্ষা করা হয়েছে। এ ছাড়াও তিনি ইরানের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তাদের ভয় উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

Next Article