Pele: ভক্তদের পাঠানো এনার্জিতে সুস্থ পেলে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 18, 2021 | 8:22 AM

ফুটবল দুনিয়া তো বটেই, পেলে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সারা বিশ্বে প্রার্থনা চলছিল। অগণিত ভক্তের ডাকেই আবার সাড়া দিয়েছিলেন পেলে। সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন।

Pele: ভক্তদের পাঠানো এনার্জিতে সুস্থ পেলে
পেলে। ছবি: টুইটার

Follow Us

রিও দে জেনেইরো: প্রতিদিন একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন পেলে (Pele)। নিজেই টুইট করে জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। কোলন টিউমারের কারণে মাসখানেক আগে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। অস্ত্রোপচারও করাতে হয় দ্রুত। তারপর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। ফুটবল দুনিয়া তো বটেই, পেলে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সারা বিশ্বে প্রার্থনা চলছিল। অগণিত ভক্তের ডাকেই আবার সাড়া দিয়েছিলেন পেলে। সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন।

মাস্ক পরা ছবি পোস্ট করে পেলে টুইটারে লিখেছেন, ‘বন্ধুরা, অনেক দিন কথা হয়নি। তোমাদের নিশ্চিন্ত করতে চাই যে, আমি ভালো আছি। আমি প্রতিদিন একটু একটু করে সুস্থ হয়ে উঠছি। আমার তো মনে হয় না, নিরাপত্তার জন্য যে মাস্ক পরেছি, তাতে আমার খুশি চাপা পড়ছে। তোমাদের সবাইকে ধন্যবাদ, প্রতিদিন আমাকে এনার্জি দেওয়ার জন্য।’

গত অক্টোবরে ৮১ বছরে পা দিয়েছেন পেলে। অসুস্থতাকে জয় করে আবার বাড়ি ফিরলেও পেলে নিয়মিত খেলা দেখছেন। ফুটবল ছেড়ে থাকবেন কী করে! আর তা নিয়ে টুকটাক মন্তব্যও করছেন। যেমন মেসি লাতিন আমেরিকান ফুটবলে তাঁর সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার পর অভিনন্দনও জানিয়েছিলেন।

কেরিয়ার জুড়ে ১ হাজারের বেশি গোল করা পেলে এখনও মনের দিক থেকে তরতাজা। সেটাই একটা ছবির মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেন তিনি। যাতে তাঁর ভক্তরা তাঁকে নিয়ে উদ্বিগ্ন না থাকেন।

Next Article