ISL 2021-22: টিম কম্বিনেশনে বাড়তি নজর লাল-হলুদ কোচের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 17, 2021 | 8:07 PM

মূলত টিম কম্বিনেশনে নজর দিচ্ছেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ (Manolo Diaz)। গত বছর শুরুটা ভালো হয়নি। লিগ টেবিলের শেষের দিকেই দিল এসসি ইস্টবেঙ্গল। নতুন কোচের তত্ত্বাবধানে এ বার নতুন আশার আলো দেখছেন সমর্থকরা। শেষ মুহূর্তে দলগঠনের আসরে নেমেও আদিল খান, অরিন্দম ভট্টাচার্যদের মতো ফুটবলারদের দলে নিয়েছেন কর্তারা। গোয়ায় প্রি সিজন ক্যাম্পে ফুটবলারদের ফিটনেসে বাড়তি জোর দিয়েছেন মানোলো।

ISL 2021-22: টিম কম্বিনেশনে বাড়তি নজর লাল-হলুদ কোচের
এসসি ইস্টবেঙ্গল। ছবি: টুইটার

Follow Us

মারগাঁও: আর বেশিদিন বাকি নেই। হাতে আর মাত্র ৪ দিন। তারপরই আইএসএল (Indian Super League) অভিযানে নামবে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। প্রথম ম্যাচেই লাল-হলুদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি (Jamshedpur FC)। জোরকদমে চলছে প্রস্তুতি পর্ব।

 

মূলত টিম কম্বিনেশনে নজর দিচ্ছেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ (Manolo Diaz)। গত বছর শুরুটা ভালো হয়নি। লিগ টেবিলের শেষের দিকেই দিল এসসি ইস্টবেঙ্গল। নতুন কোচের তত্ত্বাবধানে এ বার নতুন আশার আলো দেখছেন সমর্থকরা। শেষ মুহূর্তে দলগঠনের আসরে নেমেও আদিল খান, অরিন্দম ভট্টাচার্যদের মতো ফুটবলারদের দলে নিয়েছেন কর্তারা। গোয়ায় প্রি সিজন ক্যাম্পে ফুটবলারদের ফিটনেসে বাড়তি জোর দিয়েছেন মানোলো।

 

 

 

 

টিম কম্বিনেশনের পাশাপাশি বিপক্ষ শিবিরকে নিয়েও কাঁটাছেড়া শুরু হয়ে গিয়েছে লাল-হলুদের অন্দরে। ভালস্কিস, সাবিয়া, পিটার হার্টলে, অ্যালেক্স লিমারা আছেন জামশেদপুরে। প্রণয় হালদার, আনাসের মতো দেশীয় ফুটবলাররাও আছেন দলে। তাই পরিকল্পনা সাজাতে আগেভাগেই আসরে নেমেছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। এ বারের আইএসএলে কমছে বিদেশি সংখ্যাও। চার বিদেশিকে খেলাতে হবে প্রথম এগারোয়। সামনে চিমাকে রেখে বাকি কোন তিন বিদেশিকে খেলাবেন মানোলো তা ম্যাচের দিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দেশীয় ফুটবলারদেরও বাড়তি নজর দিচ্ছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ। বাকি ৩ দিনে টিম কম্বিনেশন তৈরি করে চূড়ান্ত এগারো সাজিয়ে ফেলতে চান মানোলো দিয়াজ।

 

আরও পড়ুন: Calcutta Football League 2021: ঝলমলিয়ে ওঠার স্বপ্নে সাদা-কালো, চমকে দিতে তৈরি রেল

Next Article