Exclusive: এটিকে মোহনবাগান নাকি মোহনবাগান? জানেন ফেরান্দো কোন পক্ষে?

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 18, 2022 | 10:02 PM

ফেরান্দো বললেন, 'আমি এই বিতর্কে ঢুকতে চাই না। তবে এই বিষয়টা নিয়ে আমি অবগত। নববর্ষে মোহনবাগান মাঠে ঢুকেই সমর্থকদের আবেগটা বুঝতে পেরেছিলাম। আমি বার্সেলোনার সমর্থক। ওই শহরেই আমার বেড়ে ওঠা। আমার প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গে যদি এ রকম কিছু হয়, আমারও আবেগে আঘাত লাগবে। এটাই তো স্বাভাবিক।'

Exclusive: এটিকে মোহনবাগান নাকি মোহনবাগান? জানেন ফেরান্দো কোন পক্ষে?
হুয়ান ফেরান্দো। ছবি: টুইটার

Follow Us

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

 

এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) নাকি মোহনবাগান (Mohun Bagan)? বিতর্ক চলছে। এএফসি কাপের প্লে অফের ম্যাচ খেলতে এসে দ্বিধায় পড়ে গিয়েছে বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনীর অধিনায়ক জীবন নেওয়াজও। তিনি তো বলেই দিলেন, ‘তিন বছর আগে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলাম। কিন্তু এই মোহনবাগানটা আলাদা। এটা তো এটিকে মোহনবাগান।’ ‘রিমুভ এটিকে’ নিয়ে বিপ্লব চলছে সমর্থকদের। ব্লু স্টারের বিরুদ্ধে এএফসি কাপের প্রাক যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেও সমর্থকদের একাংশ এই নিয়ে বিক্ষোভ করেছিল। পুলিশি হস্তক্ষেপে শেষ পর্যন্ত তা থামে। কিন্তু স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো যা বলছেন, তাতে কিন্তু সবুজ-মেরুন আন্দোলন আরও বড় চেহারা নিতে পারে।

 

এটিকে হঠাও আন্দোলন নতুন নয় মোহনবাগানে। যবে থেকে ক্লাবের সঙ্গে জুড়ে গিয়েছে এটিকে, তবে থেকে এ নিয়ে চলছে বিক্ষোভ। আইএসএলের সময়ও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো আছড়ে পড়েছে নানা পোস্ট। এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেও গ্যালারিতে দেখা গিয়েছিল ‘রিমুভ এটিকে’ টিফো। সব মাধ্যমেই ক্ষোভ উগরে দিচ্ছেন সমর্থকরা। মোহনবাগানের নতুন কার্যকরী কমিটি ক্ষমতায় আসার দিনেও এ প্রসঙ্গে মুখ খুলেছিল। যা শুনে কিছুটা আশ্বস্তও হয়েছেন বাগান সমর্থকরা। এই বিষয়ে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তাঁদের নতুন কমিটি কথাও বলবেন, জানিয়েছিলেন মোহনবাগানের নয়া সচিব দেবাশিস দত্ত। এ সবের মাঝেই এটিকে মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো যা বললেন, তাতে স্বস্তি পেতে পারেন সমর্থকরা।

 

সোমবার অনুশীলনের পর টিম হোটেলে ফেরার পথেই সহকারী কোচের জন্য যুবভারতীর বাইরে অপেক্ষা করছিলেন বাগান কোচ। আর তখনই টিভি নাইন বাংলার প্রতিনিধির সঙ্গে আড্ডায় উঠে এল এই প্রসঙ্গ। ফেরান্দো বললেন, ‘আমি এই বিতর্কে ঢুকতে চাই না। তবে এই বিষয়টা নিয়ে আমি অবগত। নববর্ষে মোহনবাগান মাঠে ঢুকেই সমর্থকদের আবেগটা বুঝতে পেরেছিলাম। আমি বার্সেলোনার সমর্থক। ওই শহরেই আমার বেড়ে ওঠা। আমার প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গে যদি এ রকম কিছু হয়, আমারও আবেগে আঘাত লাগবে। এটাই তো স্বাভাবিক।’

 

কলকাতায় আসার আগে বড় ম্যাচের ভিডিও দেখেছেন, সেই কথা আগেই জানিয়েছেন ফেরান্দো। একই সঙ্গে বাগান কোচ ভরা যুবভারতীতে ডার্বির স্বাদ নিতে চান। কলকাতায় কোচিং করিয়ে যাওয়া স্প্যানিশ কোচ আলেসান্দ্রো গার্সিয়া, মারিও রিভেরা, কিবু ভিকুনারা ভরা যুবভারতীতে ডার্বি দেখেছেন। সেই উত্তাপ নিতে চান ফেরান্দোও।

 

বাগান কোচের সঙ্গে কথায় আরও একটা বিষয় উঠে এল। ফেরান্দো বলেন, ‘সামনের মরসুমে ডুরান্ড খেলব আমরা শুনে বেশ ভালো লেগেছে। সুপার কাপও হবে শুনছি। সত্যিই তো শুধু আইএসএল দিয়ে টিমের উন্নতি সম্ভব নয়। অনেক বেশি টুর্নামেন্ট দরকার। ঠিক যে রকমটা প্রিমিয়ার লিগের দলগুলো খেলে থাকে। যত বেশি ম্যাচ খেলতে পারবে ফুটবলাররা, তত বেশি উন্নতি করার সুযোগ থাকবে। তবে এখন আমার প্রাথমিক লক্ষ্য এএফসি কাপ। এখানে ভালো ফল করে দলকে সাফল্য এনে দিতে চাই।’

 

ডুরান্ড কাপ, সুপার কাপ কিংবা এএফসি কাপ, এ সব নিয়ে সমর্থকদের আগ্রহ থাকবেই। কিন্তু ফেরান্দো যা বলে দিলেন, তাতে কিন্তু অগণিত বাগান সমর্থকের মন জয় করে ফেললেন বিদেশি কোচ। ‘রিমুভ এটিকে’ বিপ্লবও নতুন অভিমুখ পেয়ে যাবে, তা নিয়েও কোনও সন্দেহ নেই!

আরও পড়ুন: IPL 2022: কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনকে দারুণ সার্টিফিকেট দিলেন কে?

Next Article