East Bengal: লক্ষ্য আইএসএল, টিম গড়তে কেরলে সন্তোষ ট্রফি দেখতে পাঠানো হচ্ছে ইস্টবেঙ্গলের দুই প্রাক্তনকে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 18, 2022 | 9:45 PM

আইএসএল লক্ষ্য। তাই এ বার ব্যালান্সড টিম গঠনই লক্ষ্য। সেই কারণেই সন্তোষ ট্রফি প্লেয়ার স্পট করার জন্য ক্লাবের দুই প্রাক্তন ফুটবলারকে কেরলে পাঠাচ্ছে ইস্টবেঙ্গল।

East Bengal: লক্ষ্য আইএসএল, টিম গড়তে কেরলে সন্তোষ ট্রফি দেখতে পাঠানো হচ্ছে ইস্টবেঙ্গলের দুই প্রাক্তনকে
ইস্টবেঙ্গল ক্লাব। ছবি:

Follow Us

কলকাতা: শ্রী সিমেন্টের (Shree Cement) সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে না হতেই আসরে নেমে পড়ল ইস্টবেঙ্গল (East Bengal)। আইএসএলে (ISL) খেলার জন্য নতুন ইনভেস্টার খোঁজার কাজ যেমন চলছে, তেমনই দলগঠনের প্রক্রিয়াও শুরু হয়ে গেল। বাংলাদেশের বসুন্ধরা গ্রুপকে (Bashundhara Group) হয়তো আইএসএলের ইনভেস্টর হিসেবে পেতে চলছে লাল-হলুদ। এ নিয়ে দ্রুত নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করে দেবেন কর্তারা। আইএসএলের টিম তৈরি নিয়েও যে সমান ফোকাসড, তাও বুঝিয়ে দিচ্ছেন তাঁরা। সোমবার ক্লাবের কর্ম সমিতির সভায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হল। তার বেশির ভাগটাই আইএসএলের দিকে তাকিয়ে।

দু’বছর আগে শ্রী সিমেন্টের হাত ধরেই আইএসএলে ইস্টবেঙ্গল পা রাখে। কিন্তু দু’বছরই সেই অর্থে সাফল্য পায়নি টিম। লিগ টেবলের তলানিতেই থাকতে হয়েছে তাঁদের। টিম গঠন থেকে কোচ, কোনও বিষয়েই ক্লাব কর্তারা কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। টিম সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্তের দায়ভার ছিল ইনভেস্টরদের উপর। কিন্তু এ বার আর তা চাইছেন না তাঁরা। এখন থেকে ভালো টিম তৈরির জন্য সন্তোষ ট্রফিকেই বেছে নিচ্ছেন না। ক্লাবর দুই প্রাক্তন ফুটবলার আলভিটো ডি’কুনহা ও ষষ্ঠী দুলেকে পাঠানো হচ্ছে কেরলে। সেখান থেকে নতুন মরসুমের জন্য ফুটবলার বাছাই করবেন তাঁরা। মঙ্গলবারই তাঁরা পৌঁছে যাবেন কেরলে। পাশাপাশি আইএফএ চিঠি পাঠিয়ে ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হল, এ বার থেকে ‘ইস্টবেঙ্গল ক্লাব’ নামেই উল্লেখ করা হোক ক্লাবকে।

শুধু টিম নয়, ক্লাব পরিকাঠামোও নতুন করে সাজিয়ে তোলার প্রক্রিয়া শুরু হয়ে গেল। ক্লাব তাঁবুর উল্টো দিকে একটি রেস্তোরাঁ বছর তিনেক আগেই খোলা হয়েছিল। এ বার সেই রেস্তোরাঁই পেতে চলেছে অত্যাধুনিক ছোঁয়া। সমর্থকদের জন্য খুব দ্রুত সেজে উঠবে তা। সেই সঙ্গে ক্লাবের পরিচালন সমিতিকেও আরও আধুনিক করার দায়ভার নিলেন কর্তারা। কর্পোরেট জগতের বিশিষ্ট মুখেদের অন্তর্ভুক্ত করা হবে ক্লাবের পরিচালন সমিতিতে।

আরও পড়ুন: RR vs KKR LIVE Score, IPL 2022: বাটলারের সেঞ্চুরির সুবাদে নাইটদের ২১৮-র টার্গেট দিল পিঙ্ক আর্মি

Next Article