World Cup final: ফাইনালের আগে ফ্রান্স দলে মনোমালিন্য তুঙ্গে, প্রেসিডেন্টের অনুরোধও ব্যর্থ হল!

Qatar World Cup: ফ্রান্সের এক সংবাদমাধ্যমের দাবি, কাতার ছেড়ে ফিরে আসার পর বেঞ্জেমার সঙ্গে ফরাসি শিবিরের কোনও যোগাযোগই ছিল না। সেই মাধ্যমে আরও দাবি করা হয়, দেশঁর সঙ্গে বেঞ্জেমার তিক্ততার সম্পর্ক বর্তমানে বিচ্ছেদের স্তরে চলে গিয়েছে।

World Cup final: ফাইনালের আগে ফ্রান্স দলে মনোমালিন্য তুঙ্গে, প্রেসিডেন্টের অনুরোধও ব্যর্থ হল!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 6:32 PM

প্যারিস: আর্জেন্টিনার বিরুদ্ধে কাতার বিশ্বকাপের ফাইনালে নামার আগে তুলকালাম ফরাসি শিবিরে। এই অশান্তির কেন্দ্রে ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেঞ্জেমা ও ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। কোচের উপর এ বছরের ব্যালন ডি’অর জয়ী এতটাই ক্ষুব্ধ যে লুসেল স্টেডিয়ামে ফাইনাল দেখতেও যাবেন না রিয়াল মাদ্রিদের তারকা। দোহার লুসেল স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য বেঞ্জেমাকে অনুরোধ করেছিলেন খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরেঁর সেই অনুরোধও ফিরিয়ে দিয়েছেন ফরাসি স্ট্রাইকার। দেশঁর সঙ্গে বেঞ্জেমার সম্পর্কের তিক্ততা খুব নতুন নয়। কিন্তু এই ঘটনা ঘিরে ফের তা প্রকাশ্যে এল। এবং ফুটবল বিশ্বকাপ খেতাব ধরে রাখার লড়াইয়ে যখন দল নামছে তার কয়েক ঘণ্টা আগে এই ঘটনা অস্বস্তি বাড়াল ফ্রান্সের।

রিয়াল মাদ্রিদের হয়ে দুরন্ত পারফরম্যান্স করে ব্যালন ডি’অর জিতেছেন বেঞ্জেমা। ফ্রান্সের চূড়ান্ত ২৬ জনের দলেও তাঁকে রেখেছিলেন ফ্রান্সের কোচ দেশঁ। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই অনুশীলনের সময় উরুতে চোট পান তিনি। সেই চোটের জেরে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয় বেঞ্জেমার। যদিও বিশ্বকাপের দলে রেখে দেওয়া হয় বেঞ্জেমাকে। চোট পেলেও ২৬ জনের দল থেকে বাদ যায়নি তাঁর নাম। কিন্তু তাই বলে দলের সঙ্গেও ছিলেন না তিনি। ফ্রান্সে ফিরে যেতে হয়েছিল তাঁকে। বিশ্বকাপের মাঝামাঝি সময়েই চোট সারিয়ে ওঠেন বেঞ্জেমা। যদিও তার পরও তাঁকে দলে ফেরাননি দেশঁ।

এই আবহেই ফ্রান্সের এক সংবাদমাধ্যমের দাবি, কাতার ছেড়ে ফিরে আসার পর বেঞ্জেমার সঙ্গে ফরাসি শিবিরের কোনও যোগাযোগই ছিল না। সেই মাধ্যমে আরও দাবি করা হয়, দেশঁর সঙ্গে বেঞ্জেমার তিক্ততার সম্পর্ক বর্তমানে বিচ্ছেদের স্তরে চলে গিয়েছে। যদিও বিশ্বকাপ ফাইনালের আগে জল্পনা ছড়িয়েছিল আর্জেন্টিনার বিরুদ্ধে ফ্রান্সের হয়ে নামতে পারেন বেঞ্জেমা। কিন্তু সেই জল্পনায় জল ঢালেন বেঞ্জেমা নিজেই। এ নিয়ে তিনি ভাবিত নন, তাও জানিয়ে দেন বেঞ্জেমা। অপর দিকে সাংবাদিক সম্মেলনে দেশঁ বেঞ্জেমা সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে চাননি। এই তিক্ততা নিঃসন্দেহে অস্বস্তি বাড়িয়েছে ফ্রান্সের। এই আবহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ বেঞ্জেমাকে তাঁর সঙ্গে ব্যক্তিগত বিমানে কাতারে বিশ্বকাপ ফাইনাল দেখতে যেতে বলেছিলেন। কিন্তু তাতেও রাজি হননি বেঞ্জেমা। তাই ফ্রান্স দলেও থেকেও লুসেল স্টেডিয়ামে থাকবেন না রিয়াল তারকা। ফ্রান্স যদি বিশ্বকাপ জেতেন তাহলে খাতায় কলমে সেই চ্যাম্পিয়নশিপের অংশীদার হবেন বেঞ্জেমা। কিন্তু সতীর্থদের সঙ্গে তা উৎযাপন করা হবে না ফরাসি স্ট্রাইকারের।