Mohun Bagan: আরও বড় দায়িত্ব…, সৃঞ্জয় বোসের পাশে বসে বললেন কল্যাণ

Mar 15, 2025 | 4:54 PM

Kolkata Football News: এরপর সুপার কাপও রয়েছে। এর মাঝে অবশ্য মোহনবাগানে আরও একটা হাওয়া রয়েছে। ক্লাবে নির্বাচনের হাওয়া। নির্বাচনের দিন অবশ্য ঠিক হয়নি। তবে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ক্লাবে পালাবদল হবে কি না, এই প্রশ্ন সমর্থকদের মনেও।

Mohun Bagan: আরও বড় দায়িত্ব..., সৃঞ্জয় বোসের পাশে বসে বললেন কল্যাণ
Image Credit source: OWN Arrangement

Follow Us

ফুটবলে সাফল্য নিয়ে মোহনবাগানে খুশির হাওয়া। টানা দু-বার আইএসএল লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। লক্ষ্য আইএসএল নকআউট ট্রফিও। জোড়া ট্রফি জিততে পারলে মরসুম আরও ভালো কাটবে। এরপর সুপার কাপও রয়েছে। এর মাঝে অবশ্য মোহনবাগানে আরও একটা হাওয়া রয়েছে। ক্লাবে নির্বাচনের হাওয়া। নির্বাচনের দিন অবশ্য ঠিক হয়নি। তবে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ক্লাবে পালাবদল হবে কি না, এই প্রশ্ন সমর্থকদের মনেও। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আশাবাদী মোহনবাগানে বড়রকমের বদল হতে পারে।

গত কাল অর্থাৎ দোলের দিন চণ্ডীতলা প্রকৃতির উদ্যোগে গরলগাছার স্কুলের মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সেই উৎসবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব শ্রী সৃঞ্জয় বোস। উপস্থিত ছিলেন সুবীর মুখার্জি, মোহনবাগান ক্লাবের অ্যাথলেটিক সচিব শ্রী দেবাশিস মিত্র, ডাঃ তপন কুমার ব্যানার্জি-সহ ডানকুনি পৌরসভার চেয়ারম্যান। বর্ষিয়ান মোহনবাগান সদস্য দেবাশীষ ব্যানার্জি ও উপস্থিত ছিলেন এই আনন্দ অনুষ্ঠানে।

এই সভায় সৃঞ্জয় বোসকে সংবর্ধনা জানানো হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী বছর যখন এখানে এই বসন্ত উৎসব হবে, সৃঞ্জয় বোস আরও বড় দায়িত্ব নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হবে এবং সেই উদ্যোগ এখানকার মোহনবাগান সদস্য সমর্থকদের নিতে হবে।’ এই অনুষ্ঠানে প্রায় ৪০ জন মোহনবাগান সদস্য ও অগুনতি মোহনবাগান সমর্থক সৃঞ্জয় বোস শিবিরে যোগদান করেন।