সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Feb 28, 2021 | 12:29 PM
ম্যাচের ২৯ মিনিটে মেসির পাস থেকে বার্সার হয়ে প্রথম গোল ওসমানে দেম্বেলের। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)
প্রথমার্ধে সেভিয়াকে গোল শোধ করার কোনও সুযোগই দেয়নি বার্সা । (সৌজন্যে-সেভিয়া টুইটার)
৮৫ মিনিটে সেভিয়ার জালে বল জড়িয়ে জয় নিশ্চিত করেন মেসি। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)
রিয়াল মাদ্রিদকে টপকে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল মেসি-দেম্বেলেরা। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)
আগামী বুধবার কোপা দেল রে-র সেমিফাইনালের দ্বিতীয় লেগে আবার সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)