বার্সার ত্রাতা দেম্বেলে
লা লিগায় (La Liga) ভালাদোলিদকে (Valladolid) ১-০ হারাল বার্সেলোনা (Barcelona)। এ দিনের ম্যাচে প্রথমদিকে বার্সার ফুটবলাররা ছন্দে না থাকলেও, ম্যাচের শেষে জয়ের হাসি ফুটেছে মেসিদের মুখেই। ২৯ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দু'নম্বরে বার্সা। এই ম্যাচে জয়ের ফলে লিগ তালিকার শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। শনিবার রিয়াল-বার্সা এল ক্লাসিকো। তার আগে তিন পয়েন্ট অনেকটা স্বস্তি দিচ্ছে বার্সা কোচ রোনাল্ড কোমানকে।