মাদ্রিদ : মাঠে নামাই যেন অসহ্য়কর হয়ে উঠেছে ব্রাজিলের তরুণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের। রিয়াল মাদ্রিদের এই ফুটবলার লাগাতার বর্ণবিদ্বেষের অভিযোগ করে আসছেন। প্রথম বার নয়। এর আগেও বহুবার এই অভিযোগ তুলেছেন। সম্প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন ভিনিসিয়াস। কাতার বিশ্বকাপের আগের ঘটনাই ধরা যাক। মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের বেশকিছু সমর্থক ভিনিসিয়াসকে বাঁদর সম্বোধন করেন, তাঁকে নিয়ে গান বানান। যেগুলি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। বিশ্বকাপ শেষে ফিরেছে ক্লাব ফুটবল। গত ৩০ ডিসেম্বর রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল ভায়াদোলিদ ম্য়াচে একই ঘটনার পুনরাবৃত্তি। স্প্যানিশ লিগে বারবার এমন পরিস্থিতির সামনে পড়ায় ক্ষুব্ধ ভিনিসিয়াস বলেছিলেন, ‘একই ঘটনা ঘটছে, লা লিগা কিছুই করছে না।’ এ বার পদক্ষেপ লা লিগার। বিস্তারিত TV9Bangla-য়।
লা লিগার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যাঁরা এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, খেলার মাঠে তাদের কোনও জায়গা নেই। ভায়াদোলিদ ম্য়াজিস্ট্রেট কোর্টে অভিযোগ করা এবং তার একটি ভিডিয়ো আপলোড করেছে লা লিগা। মাঠের ভেতরে কিংবা বাইরে, এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে কারণেই পদক্ষেপ। যারা বর্ণবিদ্বেষমূলক মন্তব্য় করে থাকেন, কিংবা এর সঙ্গে যুক্ত থাকেন, সমর্থন করেন, তাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। ভিড়ের মধ্য়ে হাতে গোনা কয়েকজনকে হয়তো উদ্ধার করা যায়। এ বার কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে লা লিগা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের পরিচয় এবং সমস্ত তথ্য পাবলিক সিস্টেমে আপলোড করা হবে। যে সমস্ত ভেনুতে এই ধরনের ঘটনা বেশি হয়, সেই মাঠের জায়ান্ট স্ক্রিনে পরিষ্কার বার্তা দেওয়া দেওয়া থাকবে। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে এমন নানা পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে লা লিগার তরফে। শুধু ভিনিসিয়াসই নয়, এমন বেশ কিছু ঘটনা নিয়ে পদক্ষেপ করছে লা লিগা।