তিথিমালা মাজী: নির্ধারিত হয়ে গিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের (Champions League Final) দুই দল। ১৩ বছর পর ইউরোপের সেরা ফুটবল ক্লাব হওয়ার লড়াইয়ে শেষ ধাপে পৌঁছে গিয়েছে ইন্টার মিলান। বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে ফাইনালে প্রবেশ করেছে ম্যাঞ্চেস্টার সিটি । আগামী ১০ জুন ইস্তানবুলে মুখোমুখি হবে ইন্টার ও সিটি। প্রায় এক যুগ পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার। অন্য দিকে, পেপ গুয়ার্দিওলার টিমের বিজয়রথ থামানো যাচ্ছে না। ইউরোপ সেরার লড়াই যেমন দুটো টিম, দুই কোচের, তেমনই ফুটবলারদের। আরও ভালো করে বললে, ফাইনালে একে অপরের প্রতিপক্ষ আর্জেন্টিনার জাতীয় দলের দুই বন্ধু হুলিয়ান আলভারেজ (Julian Alvarez) ও লাউতারো মার্টিনেজ (Lautaro Martinez)। ২০২২ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপজয়ী দলের সদস্য তাঁরা। লিওনেল মেসির সঙ্গে দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। এ বার নিজ নিজ ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতানোর পালা। এর পাশাপাশি আর্জেন্টিনার দুই বিশ্বকাপজয়ী ফুটবলারের লক্ষ্য থাকবে এক বিরল কৃতিত্বে। প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে এক মরসুমে ফুটবল বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ার সুযোগ থাকছে দু’জনের সামনে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
এখনও পর্যন্ত এক মরসুমে বিশ্ব ফুটবলের দুই সেরা খেতাব জয়ের বিরল কৃতিত্ব গড়েছেন মোট ৮ জন। এই তালিকায় সামি খেদিরা, রবার্তো কার্লোস, ক্রিশ্চিয়ান কারেম্বিউ, শেপ মেয়ার, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, হান্স-জর্জ শোয়ার্জেনবেক, গার্ড মুলার এবং উলি হোইনেব। ফুটবলের ইতিহাসে নবম ফুটবলার হিসেবে এই এলিট লিস্টে ঢুকে পড়ার সুযোগ আলভারেজ ও মার্টিনেজের কাছে। এ বারের চ্যাম্পিয়ন্স লিগ যে দলই জিতুক, প্রথম বারের মতো কোনও এক আর্জেন্টাইন ফুটবলারের ঝুলিতে এক মরসুমে ফিফা বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ঢুকবে।
চলতি মরসুমে কে কেমন ফর্মে আছেন, তার উপর খানিকটা হলেও নির্ভর করবে ফাইনালের কতটা আলো ছড়াতে পারবেন আর্জেন্টিনার দুই তারকা। ইন্টারের হয়ে ৪ বছর খেলছেন মার্টিনেজ। সব মিলিয়ে ইন্টারের জার্সিতে ৯৯টা গোল করে ফেলেছেন তিনি। আর ১টা গোল করতে পারলে সেঞ্চুরি করে ফেলবেন। সে দিক থেকে দেখলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তাঁর কাছে হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের ফিরতি ম্যাচেও তাঁর পায়ে গোল ছিল। এ বারের চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য সব মিলিয়ে ৩টে গোল করেছেন তিনি। করিয়েওছেন ৩টে গোল। বলাই যায়, ইন্টারকে আবার সাফল্যের আকাশে তুলে ধরতে চাইছেন মার্টিনেজ। তারুণ্যে হুলিয়ান আলভারেজ খানিকটা হলেও এগিয়ে থাকবেন। কাতার বিশ্বকাপের সময় ৪ গোল করেছিলেন। প্রিমিয়ার লিগে ৮ গোল এসেছে তাঁর পা থেকে। চ্যাম্পিয়ন্স লিগেও করে ফেলেছেন ৩ গোল। আর্লিং হালান্ডের মতো গোল স্কোরারের পাশে থেকেও হারিয়ে যাননি। বরং সমানতালে টিমকে টেনেছেন। যা সিটি কোচের আস্থা আরও বাড়িয়েছে।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গোল করে লিওনেল মেসিকে ছাপিয়ে গিয়েছেন হুলিয়ান আলভারেজ। সবচেয়ে কমবয়সী আর্জেন্টাইন ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে গোলের রেকর্ড এখন তাঁর ঝুলিতে। আলভারেজের বয়স ২৩ বছর ৩ মাস ১৭ দিন। ২০১১ সালে লিওনেল মেসি এই রেকর্ড গড়েছিলেন ২৩ বছর ১০ মাসল ৩ দিনে। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বুধবার রাতে হালান্ডের বদলি হিসেবে নেমেই ভেঙে দিলেন জাতীয় দলের অধিনায়কের রেকর্ড। ইউরোপ সেরার লড়াই যে লাতিন আমেরিকার দুই ফরোয়ার্ডের ফর্ম আর গোল-তাগিদের উপর নির্ভর করবে, বলাই যায়।