UEFA Champions League: শেষ মুহূর্তে কিপার থেকে ফরোয়ার্ড, আতলেতির বিরুদ্ধে হেডে গোল করে নায়ক ইভান!

Ivan Provedel: চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ইভান চতুর্থ কিপার, যিনি গোল বাঁচাতে বাঁচাতে গোলও করলেন। শেষবার এমনটা দেখা গিয়েছিল ১৩ বছর আগে। ইভান বলেছেন, 'এই রাতটা আমি সারা জীবন মনে রাখব। এই ম্য়াচটা আমরা হারার মতো খেলছিলাম না। সেখান থেকে একটা পয়েন্ট টিম পেল, এর থেকে বেশি আনন্দ আর কীসে হতে পারে।

UEFA Champions League: শেষ মুহূর্তে কিপার থেকে ফরোয়ার্ড, আতলেতির বিরুদ্ধে হেডে গোল করে নায়ক ইভান!
ইভান প্রোভেদাল--- কিপার যখন স্কোরার। Image Credit source: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 1:36 PM

মাদ্রিদ: গোলকিপার পেনাল্টি, টাইব্রেকার, গোল বাঁচাবেন। এই তো তাঁর কাজ। কোনও কোনও কিপার এ সব নিয়মের উর্ধ্বে উঠে পড়েন। টিম যখন চাপে, চুপিসাড়ে হানা দেন বিপক্ষের বক্সে। অপ্রত্যাশিত গোল করে টিমকে এনে দেন পয়েন্ট। বাঁচিয়ে দেন নিশ্চিত হার থেকে। চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) পয়লা রাউন্ডে এমনই এক নায়কের খোঁজ পেয়ে গেল ইউরোপ। আতলেতিকো মাদ্রিদের (Atletico Madrid) নিশ্চিত তিন পয়েন্টে ভাগ বসালেন লাজিওর (Lazio) কিপার ইভান প্রোভেদাল (Ivan Provedel)। ইতালির কিপারের দুরন্ত হেড নিয়েই চলছে ইউরোপ জুড়ে চর্চা। TV9Bangla Sportsএ বিস্তারিত।

২৯ মিনিটে পাবলো বারিসের গোলে এগিয়ে গিয়েছিল আতলেতি। লাজিওর মাঠে খেলা হলেও ম্যাচের রাশ ছিল মাদ্রিদের টিমের হাতেই। বিরতির পর বেশ কিছু সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু তা কার্যকর করে তুলতে পারেনি আতলেতির ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শেষে ৫ মিনিট ইনজুরি টাইমে ম্যাজিক দেখালেন ইভান। ‘ই’ গ্রুপের ম্যাচে একেবারে শেষ মুহূর্তে ইভান গোল ছেড়ে উঠে যান। আতলেতির বক্সে তিনি পা দিতেই লুইস আলবের্তো ক্রশ তুলেছিলেন। যা হেডে গোল করে দেন ইতালির কিপার। গোল বাঁচিয়ে কিপারের সেলিব্রেশন সারা বিশ্ব দেখে। কিন্তু গোল করে কিপারের উৎসব খুব একটা নজরে পড়ে না।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ইভান চতুর্থ কিপার, যিনি গোল বাঁচাতে বাঁচাতে গোলও করলেন। শেষবার এমনটা দেখা গিয়েছিল ১৩ বছর আগে। ইভান বলেছেন, ‘এই রাতটা আমি সারা জীবন মনে রাখব। এই ম্য়াচটা আমরা হারার মতো খেলছিলাম না। সেখান থেকে একটা পয়েন্ট টিম পেল, এর থেকে বেশি আনন্দ আর কীসে হতে পারে। প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝেছিলাম যে, আমি একটা গোল করে ফেলেছি। ফুটবল তো এইরকম মুহূর্তেরই কোলাজ। আশা করি শেষ মুহূর্তে আসা এই পয়েন্টটা আমাদের ছন্দ, মোটিভেশন বাড়িয়ে দেবে।’