Lionel Messi : মায়ামি যাওয়ার সিদ্ধান্ত মেসির; বললেন, ‘অর্থের জন্য হলে সৌদি আরবে যেতাম’
Inter Miami : কাতার বিশ্বকাপের পর থেকে মেসির পিএসজি ছাড়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। গত কয়েকদিন ধরে বার বার শোনা যাচ্ছিল মেসি তাঁর পুরনো ক্লাব বার্সেলোনা বা সৌদির ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন। সেই সময় বেকহ্যামের মায়ামির নাম লাইমলাইটে আসেনি। তবে, বর্তমান পরিস্থিতিতে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়া ঠিক হবে বলে মনে করছেন মেসি।
মায়ামি : আর ইউরোপ নয়। লিওনেল মেসির (Lionel Messi) নতুন ঠিকানা এ বার আমেরিকা। মেজর লিগ সকারে খেলবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) সই করতে চলেছেন মেসি। এলএম টেন এক সাক্ষাৎকারে নিজেই এই খবরে সিলমোহর দিয়েছেন। বিভিন্ন জল্পনা-কল্পনার মাঝেই তিনি বলেন, ‘আমি মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ কাতার বিশ্বকাপের পর থেকে মেসির পিএসজি ছাড়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। গত কয়েকদিন ধরে বার বার শোনা যাচ্ছিল মেসি তাঁর পুরনো ক্লাব বার্সেলোনা বা সৌদির ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন। সেই সময় বেকহ্যামের মায়ামির নাম লাইমলাইটে আসেনি। তবে, বর্তমান পরিস্থিতিতে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়া ঠিক হবে বলে মনে করছেন মেসি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
লিও মেসি বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু ফের ২ বছর আগের পরিস্থিতির সম্মুখীন হতে চাননি। তাই বার্সায় ফিরলেন না। মেসি জানান, আমেরিকার ক্লাব মায়ামির সঙ্গে এখনও ১০০ শতাংশ চুক্তির কাজ শেষ হয়নি। তা শীঘ্রই হবে। তিনি জানান, প্যারিসে ২ বছর খুব খারাপ সময়ের মধ্যে কাটিয়েছেন। পরিবারের উপরও সেই প্রভাব পড়েছে। ইউরোপে অন্য ক্লাবের অফার থাকলেও শুধুমাত্র বার্সেলোনায় খেলতে চেয়েছিলেন। কিন্তু লা লিগার অর্থনৈতিক কাঠামো বাধা হয়ে দাঁড়ায়। মেসিকে নেওয়ার জন্য অন্য ফুটবলারদের বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সা। এমনকি অনেককে ছেড়ে দেওয়ার কথাও ভাবে বার্সা। সেটা চাননি মেসি। তাই বার্সায় ফিরলেন না।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাতকারে মেসি জানিয়েছেন, মায়ামিতে যাচ্ছেন তিনি। মেসি বলেন, ‘আমি মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনও চুক্তির সব কাজ ১০০ শতাংশ শেষ হয়নি। কিছু বিষয় বাকি রয়েছে।’ ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে, মায়ামিতে মেসির যোগ দেওয়ার অন্যতম কারণ বিশাল অর্থ। তা হলে প্রশ্ন উঠতে বাধ্য, সৌদির ক্লাবআল হিলালও তো বিপুল অঙ্কের প্রস্তাব দিয়েছিল তাঁকে। মেসি কেন সেখানে গেলেন না?
এই বিষয়ে মেসি বলেন, ‘আসলে অর্থ আমার জন্য কখনও সমস্যা বা বাধা হয়ে দাঁড়ায়নি। যদি এটা অর্থের বিষয় হত, তা হলে আমি সৌদি আরব অথবা অন্য কোনও জায়গাকে বেছে নিতাম। এটা ঠিক যে আমার জন্য বিশাল অর্থের প্রস্তাব ছিল। কিন্তু সত্যি হচ্ছে মায়ামিকে বেছে নেওয়ার জন্য অন্য কারণ রয়েছে। অর্থ নয়।’ তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ জিতেছি আর বার্সেলোনাতেও যেতে পারছি না, এমন পরিস্থিতিতে ফুটবলে ভিন্ন রূপে বাঁচতে এবং দৈনন্দিন জীবনকে আরও উপভোগ করতে চাই। তাই এখন এমএলএসে যাওয়াটাই আমার কাছে সঠিক মনে হয়েছে।’ এ বার দেখার মেসি এমএলএসে নতুন করে কীভাবে আলো ছড়ান।