বার্সেলোনা জার্সিতে মেসির ৬৫০ গোল

sushovan mukherjee |

Feb 01, 2021 | 12:53 PM

লা লিগায় এখনও পর্যন্ত ৪৫৬ গোল করেছেন মেসি। ৬৫০ গোলের মধ্যে ৪৯টি গোল করেছেন ফ্রিকিকে।

বার্সেলোনা জার্সিতে মেসির ৬৫০ গোল
নয়া মাইলস্টোন মেসির। ছবি-টুইটার।

Follow Us

বার্সেলোনা: ফের নয়া রেকর্ড গড়লেন লিওনেল মেসি। আর্জেন্তাইন সুপারস্টারকে থামানো যাচ্ছে না। এবার বার্সেলোনার জার্সিতে ৬৫০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন। অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করেন লিওনেল মেসি।

অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ম্যাচের ২০ মিনিটেই নয়া নজির গড়েন এলএম টেন। বার্সেলোনার জার্সিতে সব ধরণের প্রতিযোগিতায় ৬৫০ গোলের রেকর্ড আর্জেন্তাইন সুপারস্টারের দখলে। লা লিগায় এখনও পর্যন্ত ৪৫৬ গোল করেছেন মেসি। ৬৫০ গোলের মধ্যে ৪৯টি গোল করেছেন ফ্রিকিকে। তার মধ্যে ৩৮টি গোল করেছেন লা-লিগায়। শেষ চার ম্যাচে ২টি গোল করেছেন ফ্রিকিক থেকে।

আরও পড়ুন:২ গোলে পিছিয়ে থেকেও কেরালা জয় এটিকে মোহনবাগানের

সুপারকোপায় এই অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। সেই ম্যাচে এগিয়ে থেকেও হেরে যায় বার্সেলোনা। লা-লিগায় তার মধুর প্রতিশোধ নিলেন মেসিরা। ম্যাচে ২-১ গোলে অ্যাথলেটিক ক্লাবকে হারাল বার্সা। মেসি ছাড়া অপর গোলটি করেন গ্রিজম্যান। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ।

Next Article