ওয়েস্ট হ্যামকে হারিয়ে ফের খেতাবি দৌড়ে লিভারপুল

sushovan mukherjee |

Feb 01, 2021 | 1:28 PM

লিভারপুলের হয়ে জোড়া গোল করেন মহম্মদ সালাহ

ওয়েস্ট হ্যামকে হারিয়ে ফের খেতাবি দৌড়ে লিভারপুল
ছন্দে ফিরছে লিভারপুল।ছবি-টুইটার।

Follow Us

লন্ডন: ছন্দে ফিরছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারাল ক্লপের দল। চলতি মরসুমের মাঝপথে হঠাত্‍ই ছন্দ হারিয়ে ফেলেছিল গতবারের চ্যাম্পিয়নরা। গত ম্যাচে টটেনহ্যামকে হারিয়ে ঘুরে দাঁড়ায় ক্লপের ছেলেরা। এবার ওয়েস্ট হ্যামকেও উড়িয়ে দিলেন সালাহরা।

লিভারপুলের হয়ে জোড়া গোল করেন মহম্মদ সালাহ। অপর গোলটি করেন উইনালডম। ম্যাচের সবকটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৭ আর ৬৮ মিনিটে দু’টি গোল করেন মহম্মদ সালাহ। চলতি মরসুমে ২০টির বেশি গোল করে ফেললেন মিশরীয় স্ট্রাইকার। এই নিয়ে টানা চার বছর লিভারপুলের জার্সিতে সব ধরণের প্রতিযোগিতায় ২০-টির বেশি গোল করার নজির গড়লেন তিনি। এর আগে এমন কীর্তি গড়েছিলেন ইয়ান রাশ। টানা ৬ বছর প্রত্যেক মরসুমে ২০টির বেশি গোল করেছিলেন তিনি।

আরও পড়ুন:মা দুর্গার নামে বিরুষ্কার মেয়ে ভামিকা

ওয়েস্ট হ্যামকে হারিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এল লিভারপুল। ২১ ম্যাচে সালাহদের ঝুলিতে ৪০ পয়েন্ট। শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। দু’নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

Next Article