Lionel Messi: পিএসজিতে খেলার সময় সবচেয়ে বড় আক্ষেপ জানালেন মেসি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 25, 2023 | 6:47 PM

Lionel Messi-PSG: মেসির কেরিয়ারে সবচেয়ে বড় অপ্রাপ্তি ছিল বিশ্বকাপ। কাতারে সেই অপ্রাপ্তি পূর্ণ হয়েছে।

Lionel Messi: পিএসজিতে খেলার সময় সবচেয়ে বড় আক্ষেপ জানালেন মেসি
Image Credit source: twitter

Follow Us

রোজারিও: লিওনেল মেসি কোনওদিন বার্সেলোনা ছেড়ে অন্য ক্লাবে যোগ দেবেন, একটা সময় অবধি ভাবা যেত না। লা লিগার নিয়ম, বার্সেলোনার আর্থিক পরিস্থিতি সব মিলিয়ে চোখের জলে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন লিও মেসি। যোগ দিয়েছিলেন ফরাসি ক্লাব প্যারিস স্যঁ জ্যঁ-তে। নতুন মরসুমে লিও মেসি খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন মেসি। পিএসজিতে খেলার সময় সবচেয়ে বড় আক্ষেপ কি? খোলসা করলেন লিও মেসি। beIN-কে এক সাক্ষাৎকারে নানা বিষয়েই জানিয়েছেন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মেসির কেরিয়ারে সবচেয়ে বড় অপ্রাপ্তি ছিল বিশ্বকাপ। কাতারে সেই অপ্রাপ্তি পূর্ণ হয়েছে। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার। অঘটনে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা। লিও মেসির নেতৃত্বে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিল তারা। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা। পিএসজি প্রসঙ্গে মেসি বলছেন, ‘পিএসজিতে অনেক পরে যোগ দিয়েছিলাম। প্রাক-মরসুম প্রস্তুতিরও সুযোগ পাইনি। প্যারিসের পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়া আমার এবং পরিবারের জন্য খুবই কঠিন ছিল।’

কোপা আমেরিকার কারণে পিএসজি টিমের সঙ্গে যোগ দিতে দেরি হয়েছিল। পিএসজিতে আক্ষেপ প্রসঙ্গে মেসি বলেন, ‘শুরুর দিকে দারুণ অনুভূতি ছিল। যদিও পরের দিকে পিএসজি সমর্থকদের একটা অংশ ভালো আচরণ করেনি।’ পিএসজি কখনও চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি। লিও মেসিকে সই করানোর নেপথ্যে মূল কারণ ছিল এটাই। মেসিও বলেছিলেন, পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাই তাঁর প্রধান লক্ষ্য। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। ব্যক্তিগত ভাবে মেসির পারফরম্যান্স ভালো হলেও চ্যাম্পিয়ন্স লিগ আসেনি। এটাই সবচেয়ে বড় আক্ষেপ, জানিয়েছেন লিও মেসি।

Next Article