Lionel Messi: এখনই মাঠে নামা হচ্ছে না মেসির

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 15, 2022 | 10:30 AM

বড়দিনের ছুটি কাটাতে দেশে যান লিওনেল মেসি। জন্মশহর রোজারিও-তে বর্ষবরণ পালনের পরই করোনা সংক্রমিত হন লিওনেল মেসি। কোভিড পজিটিভ হওয়ার পর ঘরেই আইসোলেশনে থাকেন তিনি। করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরই প্যারিসের উদ্দেশ্যে স্বপরিবারে রওনা দেন মেসি। প্যারিস সাঁ জাঁর অনুশীলনে যোগ দিলেও এখনও ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি। গত আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন এলএম টেন।

Lionel Messi: এখনই মাঠে নামা হচ্ছে না মেসির
লিওনেল মেসি। ছবি: টুইটার

Follow Us

প্যারিস: করোনামুক্ত হলেও এখনই মাঠে নামা হচ্ছে না লিওনেল মেসির (Lionel Messi)। শনিবারই লিগ ওয়ানের (League One) ম্যাচে ব্রেস্টের বিরুদ্ধে খেলবে প্যারিস সাঁ জাঁ (PSG)। ঘরের মাঠে সেই ম্যাচে নেই লিওনেল মেসি। ম্যাচের আগের দিন ক্লাবের তরফ থেকেই সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়, কোভিড সারিয়ে উঠলেও এখন রিকভারি সেশনে থাকবেন আর্জেন্টাইন সুপারস্টার। পিএসজির তরফ থেকে বলা হয়, ‘মেসির ম্যাচ ফিট হয়ে ওঠার ব্যাপারে নজর দিচ্ছে মেডিক্যাল টিম। একই সঙ্গে ফিটনেস ট্রেনারও বিষয়টা দেখছে। ম্যাচ ফিট হতে কঠোর পরিশ্রম চালাচ্ছে মেসি। আশা করা যায়, পরের সপ্তাহেই ও আবার মাঠে ফিরবে।’

 

বড়দিনের ছুটি কাটাতে দেশে যান লিওনেল মেসি। জন্মশহর রোজারিও-তে বর্ষবরণ পালনের পরই করোনা সংক্রমিত হন লিওনেল মেসি। কোভিড পজিটিভ হওয়ার পর ঘরেই আইসোলেশনে থাকেন তিনি। করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরই প্যারিসের উদ্দেশ্যে স্বপরিবারে রওনা দেন মেসি। প্যারিস সাঁ জাঁর অনুশীলনে যোগ দিলেও এখনও ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি। গত আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন এলএম টেন। এখনও পিএসজির হয়ে স্বমহিমায় তাঁকে দেখা যায়নি। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেন মেসি। এদিকে শোনা যাচ্ছে, বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। সদ্য করোনামুক্ত হয়েছেন। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে আর্জেন্টিনার। ভবিষ্যতের কথা ভেবেই আপাতত তাঁকে বিশ্রামে রাখতে চাইছে থিঙ্ক ট্যাঙ্ক।

 

 

 

 

 

৩৪ বছরের মেসির উপর ওয়ার্কলোড কমাতেই এখন বিশ্রামের ভাবনা জাতীয় দলের কোচের। এ বছরই কাতারে বিশ্বকাপ আছে। মেসি ২৮ বছর বাদে দেশকে কোপা আমেরিকা ট্রফি এনে দিয়েছেন। এ বার তাঁকে ঘিরেই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখা শুরু হয়েছে আর্জেন্টিনা শিবিরের।

 

মেসির পাশাপাশি ব্রাজিলিয়ান তারকা নেইমারও (Neymar) গোঁড়ালির চোট সারিয়ে এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি। গত নভেম্বরে গোঁড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। ফিট হতে আরও কয়েকদিন সময় লাগবে। লিগ ওয়ানে ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। ১১ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে নিসে।

 

 

আরও পড়ুন: ISL 2021-22: করোনার থাবায় এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু এফসি ম্যাচ ঘিরেও অনিশ্চয়তা

Next Article
ISL 2021-22: করোনার থাবায় এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু এফসি ম্যাচ ঘিরেও অনিশ্চয়তা
ISL 2021-22: ফের স্থগিত এটিকে মোহনবাগানের ম্যাচ