Lionel Messi: আজই সম্ভবত প্যারিসে মেসি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 08, 2021 | 6:23 PM

তাঁকে ক্লাবে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে পিএসজিই। জানা গিয়েছে ইতিমধ্যেই নেইমারের ক্লাব থেকে মেসির সঙ্গে যোগাযোগও করা হয়েছে।

Lionel Messi: আজই সম্ভবত প্যারিসে মেসি
চোখের জলে প্রিয় ক্লাব বার্সেলোনাকে বিদায় জানালেন লিওনেল মেসি (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

Follow Us

চোখের জলে প্রিয় ক্লাব বার্সেলোনাকে (Barcelona) বিদায় জানালেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর পরের গন্তব্য কী পিএসজি (PSG)? বার্সাকে বিদায় জানাতে গিয়ে প্রেস কনফারেন্সে এই প্রশ্নের উত্তরে মেসি জানিয়ে দিয়েছেন, তাঁর প্যারিসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনও কিছুই চূড়ান্ত হয়নি।

তাঁকে ক্লাবে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে পিএসজিই। জানা গিয়েছে ইতিমধ্যেই নেইমারের ক্লাব থেকে মেসির সঙ্গে যোগাযোগও করা হয়েছে। প্রেস কনফারেন্সে মেসি বলেন, “বার্সেলোনার বিবৃতির পর আমার কাছে প্রচুর ফোন এসেছে। তবে এই মুহূর্তে কোনও কিছুই চূড়ান্ত নয়। আমরা এই বিষয়ে কথা বলছি।”

তবে কি নেইমারদের সতীর্থ হতে চলেছেন লিও? এই গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই। কয়েকদিন আগেই ইন্সটাগ্রামে মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করেন নেইমার। সেখানে ছিলেন পিএসজির অন্যান্য ফুটবলাররাও। তখন থেকেই মেসির পিএসজিতে যোগ দেওয়ার খবর বেশি জোরাল হয়। এই ব্যাপারে প্রেস কনফারেন্সে মেসিকে প্রশ্ন করা হলে, উত্তরে তিনি বলেন, “এটা একেবারেই কাকতালীয় ঘটনা। কোপা আমেরিকার সময় ঠিক করেছিলাম আমি প্যারেডেস এবং ডি মারিয়ার সাথে দেখা করব। নেই (নেইমার) আমাকে ফোন করেছিল তখন। সবার সঙ্গে দেখা হওয়ায় আমরা ছবি তুলেছিলাম। ওরা আমাকে বলে ছিল, পিএসজিতে এসো এবং আমরা ওই সময় মজা করেছিলাম। ব্যাস এটাই।”

ইতিমধ্যেই বিভিন্ন স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ, রবিবার রাতে কিংবা কাল সোমবারের মধ্যেই প্যারিস রওনা দেবেন মেসি। প্রথমেই সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হবে।

আরও পড়ুন: মেসির চোখের জলে বিদায়-বার্সা!

Next Article