AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেসির চোখের জলে বিদায়-বার্সা!

Lionel Messi: আজ, রবিবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা (Barcelona) ক্লাবকে বিদায় জানাতে গিয়ে কেঁদে ভাসালেন এলএম টেন।

মেসির চোখের জলে বিদায়-বার্সা!
মেসির চোখের জলে বিদায়-বার্সা! (সৌজন্যে-টুইটার)
| Edited By: | Updated on: Aug 08, 2021 | 4:43 PM
Share

২১ বছরের সম্পর্কে ইতি পড়ল। আর চোখে জল আসবে না এটাও হয় নাকি! পারলেন না লিওনেল মেসিও (Lionel Messi)। আজ, রবিবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা (Barcelona) ক্লাবকে বিদায় জানাতে গিয়ে কেঁদে ভাসালেন এলএম টেন।

ক্যাম্প ন্যু ছেড়ে দিলেন মেসি। দীর্ঘদিন ঘরে মেসির বার্সেলোনা ছাড়ার প্রচুর জল্পনা চললেও, পুরনো ক্লাবেই থাকতে চেয়েছিলেন মেসি। তবে তা আর সম্ভব হল না। প্রেস কনফারেন্সের শুরুতেই মেসি বলেন, “সত্যি বলতে কি আমি কি বলব জানি না। সাম্প্রতিক দিনগুলোতে আমি অনেক চিন্তাভাবনা করেছি এবং এটা সত্যি যে আমি কিছুই ভেবে উঠতে পারিনি। আমার জীবনের এত বছর এখানে থাকার পর, এখান থেকে যাওয়া আমার জন্য সত্যিই কঠিন। আমি এর জন্য প্রস্তুত নই।”

গতবছর বার্সা ছাড়তে চেয়ে ব্যুরোফ্যাক্স দিয়েছিলেন মেসি। কিন্তু বছর ঘুরতেই মেসি নিজের মন বদলে ফেলেন। চেয়েছিলেন নিজের প্রিয় ক্লাবেই থাকতে। এ ব্যাপারে মেসি বলেন, “সত্যি বলতে কী গত বছর বুরোফ্যাক্স পাঠানোর মাধ্যমে আমি নিশ্চিত ছিলাম যে আমি যা বলতে চাই তা আমি জানি, কিন্তু এই বছরটা সেইরকম নয়। এই বছর আমার পরিবার এবং আমি নিশ্চিত ছিলাম যে আমরা এখানে বাড়িতে থাকতে যাচ্ছি, আমরা যা চেয়েছিলাম তার চেয়ে বেশি। আমি প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এই ক্লাবের জন্য সবকিছু উজাড় করে দিয়েছি। আমি কখনই ভাবিনি যে আমি এই ক্লাবকে বিদায় বলব।”

মেসি জানিয়েছেন তিনি নিজেও কল্পনা করতে পারেননি বার্সা ছেড়ে চলে যাবেন তিনি। তাঁর কথায়, “২১ বছর পর আমি আমার ৩ কাতালান আর্জেন্টাইন সন্তানের সঙ্গে এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি। এই শহরে আমি এতগুলো বছর ছিলাম, এটা আমাদের বাড়ি। আমি সবকিছুর জন্য সত্যিই কৃতজ্ঞ। আমার সকল সতীর্থ ও আমার পাশে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।”

বার্সা চিরকাল থাকবে তাঁর মনে। তিনি বলেন, “আমি এই ক্লাবকে ভীষণ ভালোবাসি। দেড় বছরেরও বেশি সময় ধরে ভক্তদের দেখা না করতে পেরে খুব খারাপ লাগছে।”

বিদায়বেলায় চোখে জল চলে এসেছিল মেসির। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “এই ক্লাবে আমার কাটানো কিছু ভাল সময় ছিল এবং কিছু খারাপ সময়ও ছিল, কিন্তু মানুষ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে তা সবসময় একই ছিল। আমি আশা করি যে, আমি আবার ফিরে আসতে পারব এবং যে কোনো মুহূর্তে এই ক্লাবের অংশ হতে পারব এবং এই ক্লাবকে বিশ্বের সেরা হতে সাহায্য করার চেষ্টা করব।

প্রিয় ক্লাবকে বিদায় জানানোর সময় বলার ভাষা হারিয়ে ফেলেন মেসি। তিনি বলেন, “আমি অনেক কিছু ভুলে যাচ্ছি যা আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমি এখনই এটুকুই বলতে পারি। আমি এটা নিয়ে অনেক ভেবেছিলাম, কিন্তু এখন কিছুই মুখে আসছে না আমার। সবাইকে ধন্যবাদ।”

আরও পড়ুন: LIONEL MESSI: লন্ডন নাকি প্যারিস, নতুন বাসা কোথায় বাঁধবেন মেসি?