দোহা: কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রতিটা ম্যাচেই লিওনেল মেসি (Lionel Messi) ম্যাজিক দেখাচ্ছেন। লুসেইল স্টেডিয়ামে চলতি কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। এটাই মেসির কেরিয়ারের শেষ বিশ্বকাপ। সৌদি আরবের কাছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিলেন মেসিরা। সেখান থেকে অনেকটা পথ পেরিয়ে এ বারের বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট হল আর্জেন্টিনা। খুশির হাওয়া আলবিসেলেস্তে সমর্থকদের মধ্যে। এটাই মেসির কেরিয়ারের শেষ বিশ্বকাপ। ফাইনালে উঠে এ কথা ফের একবার সকলকে জানিয়ে দেন মেসি। এই নিয়ে ষষ্ঠবার বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠে কী বললেন মেসি, তুলে ধরল TV9Bangla।
ক্রোটদের হারানোর পর মেসি বলেন, “আমার মাথায় এখন অনেক কিছুই ঘুরছে। সবকিছু দেখে খুব উত্তেজিত। পুরো বিশ্বকাপ জুড়ে আমরা অবিশ্বাস্য বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। এখন একটাই ম্যাচ বাকি। এটাই কি আমার সেরা বিশ্বকাপ? আমি জানি না? আমি মুহূর্তটা বেশ উপভোগ করছি। কাতারে আসার পর থেকে আমরা অনেক মুহূর্ত বেশ উপভোগ করেছি। আমরা সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম, কিন্তু আমাদের সব সময় বিশ্বাস ছিল আমরা কিছু করে দেখাতে পারব। এই মুহূর্তে আমি কার কথা ভাবছি? আমার পরিবার। তারা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ভালো সময় এবং খারাপ সময় উভয়ই ছিল। কিন্তু এখন সময় এসেছে আরেকটি দুর্দান্ত মুহুর্তের।”
এ বারের বিশ্বকাপে এখনও অবধি ৫টি গোল করেছেন মেসি। গোল্ডেন বুটের দৌড়ে কিলিয়ান এমবাপের সঙ্গে রয়েছেন লিও। একইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে রেকর্ডও গড়লেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার দিক থেকে মেসি ছুঁলেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউজকে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে ২৫তম ম্যাচ খেললেন মেসি। একইসঙ্গে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি গোলও করার রেকর্ড গড়লেন মেসি। কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১০ নম্বর গোল করে মেসি ছুঁয়েছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে। এ বার বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক গোল স্কোরার হলেন লিও মেসি। বিদায়ী বিশ্বকাপটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চান মেসি। ম্যাচের শেষে তিনি বলেন, “এটাই আমার শেষ বিশ্বকাপ। পরের বিশ্বকাপের মাঝে অনেক বছর রয়েছে। আমার মনে হয় না তখন আমি আর খেলতে পারব। এখন চাইছি, সেরা মুহূর্ত দিয়ে বিশ্বকাপ শেষ করতে।”
এই আর্জেন্টাইন দলকে নিয়ে গর্বিত মেসি। তিনি বলেন, “আমরা খুব বুদ্ধি খাটিয়ে খেলি। আমরা জানি কীভাবে ম্যাচটা পড়তে হয়, আমরা জানি কীভাবে, কখন প্রতিপক্ষকে চাপ দিতে হয়। প্রতিটা ম্যাচেই আমরা খুঁটিনাটি দিকগুলো নিয়ে বিবেচনা করি। আমরা এই ম্যাচটার জন্য অনেক প্রস্তুতি নিয়েছিলাম। আমরা দারুণ খেলেছি।”
ফাইনালে ওঠার পর ইন্সটাগ্রামে মাঠ ও ড্রেসিংরুমের কিছু ছবি শেয়ার করে লিওনেল মেসি লেখেন, “আমরা আরও একটি দুর্দান্ত ম্যাচে খেলার জন্য শক্তি অর্জন করেছি। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ!!! চলো আর্জেন্টিনা এগিয়ে চলো!!!”
১৮ ডিসেম্বর, রাত ৮.৩০ মিনিটে লুসেইল স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপের ফাইনালে নামবে আর্জেন্টিনা। মেসিদের কাপ দখলের শেষ লড়াইয়ে প্রতিপক্ষ হবে কারা, তা ঠিক হবে আজকের সেমিফাইনাল ম্যাচে (ফ্রান্স বনাম মরক্কো)।