Lionel Messi’s son, FIFA WC: স্বামী যতই মেসি হন, আন্তোনেলা কড়া মা
FIFA world Cup 2022: বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন মেসি। এর সঙ্গে একের পর এক রেকর্ডও ভাঙছেন তিনি। কিছুদিন আগে বিশ্বকাপে গোলদাতা হিসেবে মারাদোনাকে ছাপিয়ে গিয়েছেন মেসি। এরপরে গাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডও ভাঙতে পারেন তিনি।
দোহা: ফুটবল দুনিয়ার উজ্জ্বল তারকা লিওনেল মেসি। বিশ্বকাপের ময়দান এখন মেসি ম্যাজিকে মজে। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে দুর্ভাগ্যজনক হারের পর ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর করা গোলেই জেতে লা আলবিসেলেস্তা। তবে মাঠে হোক বা ব্যক্তিগত জীবনে মেসি সব ক্ষেত্রেই অনবদ্য। তবে তাঁর এই সাফল্যের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতা। আর তাঁদের সন্তানদেরও সেই সুশৃঙ্খল ও মার্জিত জীবনযাপন করার শিক্ষাই দিতে চান তাঁরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তাঁর সাত বছরের সন্তান মাতেও হঠাৎই একটি অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে বসে। কী সেই ঘটনা দেখুন TV9 Bangla।
কাতারের আহমদ বিন আলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন গ্যালারিতে উপস্থিত ছিলেন মেসির স্ত্রী আন্তোনেলা ও সন্তানরা। আর সেই সময় ওই ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে লিওনেল মেসির ছেলে মাতেও স্টেডিয়ামে ভক্তদের উপর চুইংগাম ছুড়ে মারে। মাতেওর এমন আচরণের জন্য আন্তোনেলা সঙ্গে সঙ্গে মাতেওকে বকাঝকা করেন। আন্তোনেলা মাতেওর এই আচরণের জন্য বেশ অসন্তুষ্ট হয়েছেন। একজন সাধারণ মায়ের মতোই ছেলেকে শাসন করেন আন্তোনেলা। এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে।
বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন মেসি। এর সঙ্গে একের পর এক রেকর্ডও ভাঙছেন তিনি। কিছুদিন আগে বিশ্বকাপে গোলদাতা হিসেবে মারাদোনাকে ছাপিয়ে গিয়েছেন মেসি। এরপরে গাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডও ভাঙতে পারেন তিনি। কিন্তু মেসির লক্ষ্য বাতিস্তুতার রেকর্ডও ভাঙা নয়। নিজের দেশকে বিশ্বকাপ উপহার দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য। ৭টি ব্যালন ডি’র এবং ৪টি চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা আমেরিকা সহ ৩৮টি ট্রফি রয়েছে মেসির ঝুলিতে। তবে একবারও বিশ্বকাপ জিততে পারেননি মেসি। এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তাই বিশ্বকাপ জয়েই মনোনিবেশ করেছেন আর্জেন্টাইন তারকা। অপর দিকে, যখন মাঠ মাতিয়ে রাখছেন মেসি তখনই গ্যালারিতে সেই ওম উপভোগ করছেন তাঁর স্ত্রী ও সন্তানরা।