EFL CUP: টাইব্রেকারে চেলসিকে ১১-১০ হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Feb 28, 2022 | 4:08 PM

হাইটেনশন ফাইনাল দেখতে ওয়েম্বলির গ্যালারিতে উপচে পড়েছিল ভিড়। একদিকে সালাহ, অন্যদিকে লুকাকু। একদিকের ডাগ আউটে ক্লপ, অন্য দিকে তুচেল। দুই হেভিওয়েট দলের মেগা ফাইনালের স্বাদ নিতে বাদ যায়নি কেউই। হাইটেনশন ম্যাচ শেষমেশ গড়ায় টাইব্রেকারে। ১২০ মিনিটই উত্তেজনায় ভরপুর থাকে ওয়েম্বলি।

EFL CUP: টাইব্রেকারে চেলসিকে ১১-১০ হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল
লিগ কাপ চ্যাম্পিয়ন লিভারপুল। ছবি: টুইটার

Follow Us

লন্ডন: ওয়েম্বলি স্টেডিয়ামের রং লাল। কেপা আরিজাবালাগার শটটা বার উঁচিয়ে বাইরে যেতেই ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু উৎসব। আর সেই উৎসবের রং লাল। লিগ কাপ (EFL Cup) ফাইনালে চেলসিকে (Chelsea) সাডেনডেথে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল (Liverpool)। খেলার ফল ১১-১০। নির্ধারিত সময়ে ম্যাচের ফল গোলশূন্য। অতিরিক্ত সময়েও নিষ্ফলা ম্যাচ। টাইব্রেকারে ৫-৫। এরপর সাডেন ডেথেই হল খেলার নিষ্পত্তি। তাও একেবারে শেষ শটে। লিভারপুলের ১১ জন ফুটবলারই টাইব্রেকারে গোল করেন। চেলসির ১০ ফুটবলারই লক্ষ্যভেদে সফল হন। গোলকিপার কেপা আরিজাবালাগার শেষ শট বাইরে যেতেই সেলিব্রেশনে মেতে উঠলেন সালাহ-ভ্যান ডিক-মিলনাররা। ১০ বছর পর ফের কারাবাও কাপ মুঠোয় তুলল লিভারপুল। মাঝের সময়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও লিগ কাপ অধরা ছিল। ক্লপের হাত ধরে সেই ট্রফিও ফের ঢুকল অ্যানফিল্ডে।

 

হাইটেনশন ফাইনাল দেখতে ওয়েম্বলির গ্যালারিতে উপচে পড়েছিল ভিড়। একদিকে সালাহ, অন্যদিকে লুকাকু। একদিকের ডাগ আউটে ক্লপ, অন্য দিকে তুচেল। দুই হেভিওয়েট দলের মেগা ফাইনালের স্বাদ নিতে বাদ যায়নি কেউই। হাইটেনশন ম্যাচ শেষমেশ গড়ায় টাইব্রেকারে। ১২০ মিনিটই উত্তেজনায় ভরপুর থাকে ওয়েম্বলি। দ্বিতীয়ার্ধে জোয়েল মাতিপের গোল বাতিল হয়। ভার্জিল ভ্যান ডিক অফসাইডে থাকায় সেই গোল বাতিল করা হয়। চেলসির ৩টে গোল বাতিল হয় অফসাইডের কারণে। তার মধ্যে লুকাকু, কাই হার্ভেৎজের গোল ছিল। বেশ কয়েকটি ভালো শট বাঁচান দুই দলের গোলকিপারই।

 

 

 

 

 

 

 

খেলার একেবারে শেষ লগ্নে গোলকিপার মেন্ডির পরিবর্তে পেনাল্টি স্পেশালিস্ট কেপাকে নামান তুচেল। কিন্তু তাঁর এই স্ট্র্যাটেজি একেবারে বুমেরাং হয়ে ধরা দিল ফাইনাল। লিভারপুলের কোনও ফুটবলারের শট বাঁচাতে ব্যর্থ কেপা। আর টাইব্রেকারে শেষ শটে তাঁর ভুলেই ফাইনালে হার চেলসির। এই নিয়ে ৯ বার লিগ কাপ চ্যাম্পিয়ন হল লিভারপুল। সবচেয়ে বেশিবার কারাবাও কাপ চ্যাম্পিয়নের রেকর্ড লিভারপুলের দখলেই।

 

 

আরও পড়ুন: Yasar Dogu ব়্যাঙ্কিং সিরিজে সোনা জিতলেন রবি দাহিয়া

Next Article