EPL 2021-22: চেলসিকে হারিয়ে বদলা সিটির, অ্যাস্টন ভিলার কাছে হার রোনাল্ডোদের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 25, 2021 | 8:12 PM

টানটান উত্তেজনা ভরা ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল জেসুসের (Gabriel Jesus) গোল, আর তাতেই বাজিমাত। যদিও ব্যবধান বাড়ানোর সুযোগও চলে এসেছিল চেলসির কাছে। তবে শেষ পর্যন্ত ম্যাচের ফল ১-০ থাকে। চেলসির বিরুদ্ধে টানা ৩ ম্যাচেই হারতে হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটিকে।

EPL 2021-22: চেলসিকে হারিয়ে বদলা সিটির, অ্যাস্টন ভিলার কাছে হার রোনাল্ডোদের
ম্যান সিটির জয়। ছবি: টুইটার

Follow Us

লন্ডন: হাইভোল্টেজ ম্যাচ জিতল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির (Chelsea) কাছে হেরেই খেতাব হাতছাড়া করেছিল সিটি। কয়েক মাস বাদে লিগের ম্যাচে মধুর প্রতিশোধ নিল পেপ গুয়ার্দিওয়ালার ছেলেরা। চেলসিকে হারাল ১-০ গোলে।

টানটান উত্তেজনা ভরা ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল জেসুসের (Gabriel Jesus) গোল, আর তাতেই বাজিমাত। যদিও ব্যবধান বাড়ানোর সুযোগও চলে এসেছিল চেলসির কাছে। তবে শেষ পর্যন্ত ম্যাচের ফল ১-০ থাকে। চেলসির বিরুদ্ধে টানা ৩ ম্যাচেই হারতে হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটিকে। টমাস তুসেলের অপরাজিত রেকর্ডও এ দিন ভেঙে দিলেন গুয়ার্দিওয়ালা। চলতি প্রিমিয়ার লিগে প্রথম হারের মুখ দেখল চেলসি। ৬ ম্যাচে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। এ দিনের জয়ের সুবাদে চেলসিকে টপকে প্রিমিয়ার লিগ টেবিলের ২ নম্বরে উঠে এল ম্যাঞ্চেস্টার সিটি। ৬ ম্যাচে সিটির ঝুলিতেও ১৩ পয়েন্ট।

অন্য দিকে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার (Aston Villa) কাছে হেরে গেলেন রোনাল্ডোরা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (Manchester United) ১-০ গোলে হারাল অ্যাস্টন ভিলা। খেলার একেবারে শেষ মুহূর্তে ৮৮ মিনিটে অ্যাস্টন ভিলার হয়ে জয়সূচক গোল কোর্টনি হাউসের। যদিও সমতায় ফেরার সুযোগ এসেছিল ম্যান ইউয়ের কাছে। ইজুরি টাইমে পেনাল্টি পায় ওলে গানার সোলসজায়েরের দল। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো ফার্নান্ডেজ। বল বাইরে মারেন। এ বারের প্রিমিয়ার লিগে প্রথম হারের মুখ দেখল রেড ডেভিলস।

 

আরও পড়ুন: IPL 2021: সঞ্জুর টিমকে হারিয়ে লিগ টেবলের মগডালে পন্থের দিল্লি

Next Article