IPL 2021: সঞ্জুর টিমকে হারিয়ে লিগ টেবলের মগডালে পন্থের দিল্লি
আইপিএলে দ্বিতীয় পর্ব যেন অঙ্কে ঠাসা। কে যে কখন উঠে আসবে, কখন হারিয়ে যাবে, বলা মুশকিল। কিন্তু লিগ টেবলের যা ছবি, তাতে রাজস্থানের কাজটা কঠিন হয়ে গেল। দিল্লি কিন্তু প্রথম পর্বের মতোই ছন্দেই রয়েছে। পন্থের ক্যাপ্টেন্সিতে খেতাব জিততে মরিয়া রিকি পন্টিংয়ের টিম।
দিল্লি ক্যাপিটালস ১৫৪-৬ (২০ ওভারে) রাজস্থান রয়্যালস ১২১-৬ (২০ ওভারে)
কলকাতা: টি-টোয়েন্টি দুনিয়ায় সাফল্যের চাবিকাঠি শুধুই ব্যাটারদের হাতে থাকে। সোজাসাপ্টা দর্শনের একটা দিক যদি এই হয়, তা হলে আর একটা দিক নিশ্চিত ভাবেই বোলারদের শাসন। ম্যাচ নিয়ন্ত্রণে রাখাও থাকবে। সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে দিল্লির কাছে হারতে হল এই দর্শনেই। বা বলা যেতে পারে, ঋষভ পন্থের দিল্লিকে আবার লিগ টেবলের মগডালে (১০ ম্যাচে ১৬ পয়েন্ট) তুলে দিলেন তাঁর টিমের বোলাররাই।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের পিচ পরের দিকে স্লো হতে পারে। সময় যত যাবে, বল ততই থমকে আসবে। জানাই ছিল। তাও টস জিতে কেন যে সঞ্জু ব্যাটিং করলেন না, সেটাই আশ্চর্যের। আর তাতেই ম্যাচের শুরু থেকে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছিল দিল্লি। আগে ব্যাট করে ১৫৪-৬ তুলে ফেলেছিল পন্থের টিম। এই রান টি-টোয়েন্টি ক্রিকেটে হামেশাই তাড়া করে বিপক্ষ জিতছে। রাজস্থান পারল না কেন? রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা আর অক্ষর প্যাটেলের সৌজন্যে। এক দিকে ক্যাপ্টেন সঞ্জু দাঁড়িয়ে থেকে নট আউট ৭০ করে গেলেও তা কাজে লাগল না। ১২১-৬-এ শেষ রাজস্থান। ৩৩ রানে জিতল দিল্লি।
A clinical win ??1️⃣6️⃣ points ?One step closer to the Playoffs ?
This performance, this team ?#YehHaiNayiDilli #IPL2021 #DCvRR pic.twitter.com/yZrpjuX2uE
— Delhi Capitals (@DelhiCapitals) September 25, 2021
দিল্লির অবশ্য ম্যাচের শুরুটা ভালো ছিল না। পৃথ্বী শ (১০) ও শিখর ধাওয়ান (৮) ফিরে যান দ্রুত। ওখান থেকেই হাল ধরে নেন শ্রেয়স আইয়ার। চোটের কারণে আইপিএলের প্রথম পর্বটা খেলতে পারেননি। কিন্তু দ্বিতীয় পর্বে যেন নিজেকে মেলে ধরার জন্যই মাঠে নামছেন। ৩২ বলে ৪৩ রানের ইনিংসটা শ্রেয়স না খেললে দিল্লি ১৫০ টপকাতে পারে না। পন্থ খুব একটা ফর্মে নেই। এই ম্যাচেও ২৪ বলে ২৪ করে মুস্তাফিজুর রহমানের বলে আউট হয়ে ফিরে গেলেন। শেষ দিকে সিমরন হেটমেয়ার ১৬ বলে ঝোড়ো ২৮ করেন।
রান তাড়া করতে নেমে রাজস্থানকে শুরুতেই অস্বস্তিতে ফেলে দেন আবেশ খান ও অনরিখ নর্টজে। লিয়াম লিভিস্টোন (১) ও যশস্বী জয়সওয়ালকে (৫) দ্রুত ফিরিয়ে দিয়ে। ওই যে ছন্দ পতন হল, আর ঘুরে দাঁড়াতে পারেনি সঞ্জুর টিম। ডেভিড মিলার (৭), মহীপাল লোমরোর (১৯), রিয়ান পরাগরা (২) পর পর ফিরে যান। ৫৩ বলে ৭০ নট আউট থেকে যান সঞ্জু। অনেক দিন পর রাজস্থান ক্যাপ্টেন বেশ সাবলীল ব্যাট করলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিমে ঢুকে পড়া অশ্বিনকে নিয়ে এখনও চর্চা থামেনি। কেন তাঁর প্রত্যাবর্তন হয়েছে, তা প্রমাণ করার চেষ্টা করছেন প্রতি ম্যাচে। রাজস্থানের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নিলেন মিলারের উইকেট। ভয়ঙ্কর হওয়ার আগে মহীপালকে ফেরালেন রাবাডা। অক্ষরের বলে বোল্ড রিয়ান।
আইপিএলে দ্বিতীয় পর্ব যেন অঙ্কে ঠাসা। কে যে কখন উঠে আসবে, কখন হারিয়ে যাবে, বলা মুশকিল। কিন্তু লিগ টেবলের যা ছবি, তাতে রাজস্থানের কাজটা কঠিন হয়ে গেল। দিল্লি কিন্তু প্রথম পর্বের মতোই ছন্দেই রয়েছে। পন্থের ক্যাপ্টেন্সিতে খেতাব জিততে মরিয়া রিকি পন্টিংয়ের টিম।
সংক্ষিপ্ত স্কোর: দিল্লি ক্যাপিটালস ১৫৪-৬ (শ্রেয়স ৪৩, হেটমেয়ার ২৮, পন্থ ২৪, মুস্তাফিজুর ২-২২, সাকারিয়া ২-৩৩)। রাজস্থান রয়্যালস ১২১-৬ (সঞ্জু নট আউট ৭০, মহীপাল ১৯, নর্টজে ২-১৮, অশ্বিন ১-২০, রাবাডা ১-২৬)।