SRH vs PBKS, IPL 2021, Match 37 Results: হোল্ডারের লড়াই কাজে এল না, টানটান ম্যাচে জিতল পঞ্জাব

| Edited By: | Updated on: Sep 25, 2021 | 11:27 PM

SRH vs PBKS Live Score: দেখুন সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও পঞ্জাব কিংস (Punjab Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

SRH vs PBKS, IPL 2021, Match 37 Results: হোল্ডারের লড়াই কাজে এল না, টানটান ম্যাচে জিতল পঞ্জাব
পঞ্জাবের উইকেট পাওয়ার উচ্ছ্বাস (ছবি-আইপিএল ওয়েবসাইট)

দুবাই: আজ, শনিবার আইপিএলের (IPL) ডাবল হেডার ছিল। দিনের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ, আইপিএলের (IPL) ৩৭তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings)।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটের বিনিময়ে ১২৫ রান তোলে লোকেশ রাহুলের পঞ্জাব।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ওয়ার্নারের উইকেট হারায় হায়দরাবাদ। পাওয়ার প্লে-র মধ্যে অরেঞ্জ আর্মির দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন পঞ্জাবের শামি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তোলে উইলিয়ামসনের হায়দরাবাদ। পঞ্জাব নিজেদের শেষ ম্যাচে শেষ ওভারের নাটকে হেরেছিল রাজস্থান রয়্যালসের কাছে। আজ, শেষ ওভারের শেষ বলে অরেঞ্জ আর্মির জিততে হলে প্রয়োজন ছিল ৭ রান। হোল্ডার লড়ছিলেন। কিন্তু শেষ বলে ছক্কাটা মারতে পারলেন না। সেটা হলেই আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ হিসেবে এই ম্যাচ সুপার ওভার অবধি গড়াতে পারত। কিন্তু তার সুযোগ দিলেন না পঞ্জাবের হয়ে অভিষেক হওয়া নাথান এলিস।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 25 Sep 2021 11:08 PM (IST)

    ৫ রানে জিতল পঞ্জাব

    শেষ বলে জয়ের জন্য হায়দরাবাদের প্রয়োজন ছিল ৭ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে উইলিয়ামসনরা তোলেন ১২০ রান

  • 25 Sep 2021 11:00 PM (IST)

    শেষ ওভার

    জয়ের জন্য হায়দরাবাদের প্রয়োজন ১৭ রান

  • 25 Sep 2021 10:57 PM (IST)

    রশিদ খান আউট

    অর্শদীপ সিং আউট করলেন রশিদ খানকে।

  • 25 Sep 2021 10:49 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    জয়ের জন্য হায়দরাবাদের ৩০ রান প্রয়োজন। ১৭ ওভারে হায়দরাবাদ ৯৬/৬

  • 25 Sep 2021 10:45 PM (IST)

    ঋদ্ধিমান আউট

    রান আউট হলেন ঋদ্ধিমান সাহা। ৩১ রান করে প্যাভিলয়নে ফিরলেন ঋদ্ধি

  • 25 Sep 2021 10:38 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদ ৭৫/৫

    হায়দরাবাদের জয়ের জন্য প্রয়োজন ৫১ রান

  • 25 Sep 2021 10:34 PM (IST)

    আব্দুল সামাদ আউট

    রবি বিষ্ণোইয়ের বলে আউট হলেন আব্দুল সামাদ। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন তিনি

  • 25 Sep 2021 10:27 PM (IST)

    কেদার যাদব আউট

    ১২ রান করে সাজঘরে ফিরে গেলেন কেদার যাদব। রবি বিষ্ণোই পঞ্জাবকে চতুর্থ সাফল্য এনে দিলেন

  • 25 Sep 2021 10:14 PM (IST)

    ১০ ওভারে হায়দরাবাদ ৪৩/৩

    খেলা বাকি ১০ ওভারের। জয়ের জন্য অরেঞ্জ আর্মির প্রয়োজন ৮৪ রান।

  • 25 Sep 2021 10:05 PM (IST)

    মনীশ পান্ডে আউট

    মনীশ পান্ডের উইকেট তুলে নিলেন রবি বিষ্ণোই। ১৩ রান করে সাজঘরে ফিরলেন তিনি।

  • 25 Sep 2021 09:54 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল পঞ্জাব কিংস। শুরুতেই অরেঞ্জ আর্মির দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে প্রীতির দল। ৬ ওভারে হায়দরাবাদ ২০/২

  • 25 Sep 2021 09:49 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ১৫/২

    ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে অরেঞ্জ আর্মি।

  • 25 Sep 2021 09:40 PM (IST)

    ৩ ওভারে হায়দরাবাদ ১০/২

    ১২৬ রানের টার্গেট তাড়া করতে গিয়ে শুরুতেই দুই উইকেট হারিয়ে বসল হায়দরাবাদ

  • 25 Sep 2021 09:37 PM (IST)

    দ্বিতীয় উইকেট হারাল হায়দরাবাদ

    মাত্র ১ রান করে সাজঘরে ফিরে গেলেন হায়দরাবাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন।

  • 25 Sep 2021 09:28 PM (IST)

    ওয়ার্নার আউট

    প্রথম ওভারের তৃতীয় বলেই ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নিলেন মহম্মদ শামি। মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন ওয়ার্নার

  • 25 Sep 2021 09:25 PM (IST)

    হায়দরাবাদের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা।

  • 25 Sep 2021 09:11 PM (IST)

    ১২৫ রানে থামল পঞ্জাব

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে পঞ্জাব তুলেছে ১২৫ রান। জয়ের জন্য সানরাইজার্স হায়দরাবাদের প্রয়োজন ১২৬ রান

  • 25 Sep 2021 09:08 PM (IST)

    নাথান এলিস আউট

    ১২ রান করে মাঠ ছাড়লেন নাথান এলিস। শেষ ওভারে এসেও উইকেট খোয়াল পঞ্জাব

  • 25 Sep 2021 08:57 PM (IST)

    পঞ্জাবের শতরান

    ১৬.৫ ওভারে দলগত শতরান পূর্ণ হল পঞ্জাব কিংসের

  • 25 Sep 2021 08:56 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে পঞ্জাব কিংস ১০০/৬

    কেন উইলিয়ামসনদের কত টার্গেট দিতে পারবে প্রীতির দল?

  • 25 Sep 2021 08:51 PM (IST)

    হুডার উইকেট হারাল পঞ্জাব

    ১৩ রান করে উইকেট দিয়ে বসলেন দীপক হুডা। ছ'নম্বর উইকেট হারাল পঞ্জাব

  • 25 Sep 2021 08:46 PM (IST)

    ১৫ ওভারে পঞ্জাব ৯৩/৫

    খেলা বাকি ৫ ওভারের। শারজার ছোট মাঠে কত রান তুলতে পারবে পঞ্জাব?

  • 25 Sep 2021 08:43 PM (IST)

    মার্করাম আউট

    ২৭ রান করে সাজঘরে ফিরলেন এইডেন মার্করাম। চতুর্থ উইকেট হারাল পঞ্জাব

  • 25 Sep 2021 08:31 PM (IST)

    নিকোলাস পুরান আউট

    ৮ করে মাঠ ছাড়লেন নিকোলাস পুরান। পরপর উইকেট হারাচ্ছে পঞ্জাব।

  • 25 Sep 2021 08:25 PM (IST)

    গেইল আউট

    ১৪ রান করে প্যাভিলিয়নে ইউনিভার্স বস

  • 25 Sep 2021 08:22 PM (IST)

    ১০ ওভারে পঞ্জাব ৫৫/২

    ২ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে পঞ্জাব

  • 25 Sep 2021 08:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল হায়দরাবাদ। পঞ্জাবের ২ ওপেনারের উইকেট তুলে নিয়েছেন জেসন হোল্ডার। ৬ ওভারে পঞ্জাব ২৯/২

    এইডেন মার্করাম ১*, ক্রিস গেইল ১*

  • 25 Sep 2021 07:55 PM (IST)

    ৫ ওভারে পঞ্জাব ২৭/২

    ৫ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলেছে পঞ্জাব।

  • 25 Sep 2021 07:55 PM (IST)

    মায়াঙ্ক আউট

    ৫ রান করে সাজঘরে ফিরলেন মায়াঙ্ক আগরওয়াল। হায়দরাবাদকে দ্বিতীয় সাফল্যও এনে দিলেন জেসন হোল্ডার

  • 25 Sep 2021 07:50 PM (IST)

    কেএল রাহুল আউট

    ২১ রান করে মাঠ ছাড়লেন পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল

  • 25 Sep 2021 07:44 PM (IST)

    ৩ ওভারে পঞ্জাব ১৯/০

    ভালো শুরু পঞ্জাবের

  • 25 Sep 2021 07:30 PM (IST)

    পঞ্জাবের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল

  • 25 Sep 2021 07:26 PM (IST)

    দুই দলের প্রথম একাদশ

    পঞ্জাবে ৩ পরিবর্তন। হায়দরাবাদে কোনও পরিবর্তন নেই

  • 25 Sep 2021 07:04 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল হায়দরাবাদ।

    টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কেন উইলিয়ামসন

  • 25 Sep 2021 06:55 PM (IST)

    শারজায় দুই কিংবদন্তির সাক্ষাৎ

    আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আইপিএলে আজকের দ্বিতীয় ম্যাচ। তার আগে দুই দলের কোচ ভিভিএস লক্ষ্মণ ও অনিল কুম্বলের সাক্ষাৎ

  • 25 Sep 2021 06:43 PM (IST)

    শারজায় হাজির কেএল রাহুলরা

  • 25 Sep 2021 06:35 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এখনও পর্যন্ত আইপিএলে ১৭ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ১২ বার জিতেছে হায়দরাবাদ ও ৫ বার জিতেছে পঞ্জাব।

Published On - Sep 25,2021 6:30 PM

Follow Us: