‌ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি ম্যাঞ্চেস্টার ও ভিয়ারিয়াল

May 07, 2021 | 4:10 PM

আর্সেনালের ঘরের মাঠে গোলশূন্য ড্র করে ইউরোপা লিগের ফাইনালে প্রথমবার পা রাখল ভিয়ারিয়াল।

‌ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি ম্যাঞ্চেস্টার ও ভিয়ারিয়াল
‌ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি ম্যাঞ্চেস্টার ও ভিয়ারিয়াল

Follow Us

রোমা-৩ : ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-২
(ডেকো ৫৭, ব্রায়ান ৬০, টেলেস-আত্মঘাতী ৮৩) (কাভানি ৩৯ ও ৬৮)
(সব মিলিয়ে ৮-৫ জিতে ফাইনালে ম্যান ইউনাইটেড)

আর্সেনাল-০ ‌: ভিয়ারিয়াল-০
(সব মিলিয়ে ২-১ জিতে ফাইনালে ভিয়ারিয়াল)

লন্ডন‌: চ্যাম্পিয়ন্স লিগের মতোই কি অল-ইংল্যান্ড হবে ইউরোপা লিগের ফাইনাল (Europa League Final)? আলোচনা থাকলেও তা শেষ পর্যন্ত হল না। ২৬ মে পোল্যান্ডের দানস্কে ফাইনালে মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ও ভিয়ারিয়াল (Villarreal)।

রোমার (Roma) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ফিরতি সেমিফাইনালে ম্যাচে ৩-২ হারতে হল ম্যাঞ্চেস্টারকে। কিন্তু প্রথম ম্যাচ ৬-২ জেতার সুবাদে ফাইনালে উঠল সোল্কজায়েরের টিম। সব মিলিয়ে ৮-৫ জিতে। অন্য সেমিফাইনালের প্রথম দফায় ভিয়ারিয়ালের কাছে ১-২ হেরেছিল আর্সেনাল। ঘরের মাঠে তাদেরও জেতার সুবর্ণ সুযোগ ছিল। তা অবশ্য হয়নি। ম্যাচ শেষ হয় গোলশূন্য। ফলে ২-১ ফলাফলেই ফাইনালে স্পেনের টিম।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচটা অবশ্য অন্য রকম হতেই পারত। প্রথমার্ধেই এডিনসন কাভানির গোলে ১-০ করে ফেলে ম্যাঞ্চেস্টার। কিন্তু ৩৯ মিনিটে ০-১ হয়ে পড়ার পরও রোমা দুরন্ত লড়াই করেছে। এডিন ডেকো বিরতির পরই, ৫৭ মিনিটে ১-১ করেন। ব্রায়ান ক্রিস্টান্টের ৬০ মিনিটে ২-১ এগিয়ে যায় রোমা। ম্যাঞ্চেস্টার তখন কিছুটা চাপেই। পর পর বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিল ইতালির টিম। কিন্তু কাজে লাগাতে পারেনি। না হলে পরিস্থিতি অন্য রকম হতেই পারত। সেখান থেকে আবার টিমকে খেলায় ফেরান কাভানিই। ৬৮ মিনিটে দুরন্ত গোল করে। কিন্তু ৮৩ মিনিটে অ্যালেক্স টেলেসের আত্মঘাতী গোলে ২-৩ হেরে যায় সোল্কজায়েরের টিম।

আর্সেনালের সময়টা ভালো যাচ্ছে না। ইপিএলে তারা ন’নম্বরে। এই অবস্থায় ইউরোপা লিগের ফাইনালে পৌঁছতে পারলে কিছুটা মুখরক্ষা হত তাদের। তা অবশ্য হল না। আর্সেনালের ঘরের মাঠে গোলশূন্য ড্র করে ইউরোপা লিগের ফাইনালে প্রথমবার পা রাখল ভিয়ারিয়াল।

আরও পড়ুন: টোকিওর টিকিট পেলেন কুস্তিগির সুমিত

Next Article