Manchester United: রোনাল্ডোদের নতুন কোচ টেন হ্যাগ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 21, 2022 | 5:44 PM

টেন হ্যাগ বলেন, 'ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্বে এসে আমি খুবই গর্বিত এবং সম্মানিত। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। এই ক্লাবের গৌরবময় ইতিহাস সম্পর্কে আমি জানি। এমন কি সমর্থকদের আবেগও বুঝি। এমন একটা দল তৈরি করতে চাই, যারা সমস্ত খেতাব জেতার জন্য সক্ষম হবে।'

Manchester United: রোনাল্ডোদের নতুন কোচ টেন হ্যাগ
এরিক টেন হ্যাগ। ছবি: টুইটার

Follow Us

ম্যাঞ্চেস্টার: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) নতুন কোচ হলেন এরিক টেন হ্যাগ (Erik Ten Hag)। সরকারী ভাবে ডাচ কোচ টেন হ্যাগের নাম ঘোষণা করল ম্যান ইউ কর্তৃপক্ষ। ওলে গানার সোলসজায়েরকে বরখাস্ত করার পর ম্যান ইউয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন রাল্ফ ব়্যাঙ্গনিক। কিন্তু সাফল্য অধরাই থেকেছে। সম্প্রতি লিভারপুলের কাছ ০-৪ গোলে পর্যুদস্ত হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রোনাল্ডোদের কোচের দায়িত্বে টেন হ্যাগের নাম বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই নামে শিলমোহর দিল ম্যান ইউ কর্তৃপক্ষ। এই মুহূর্তে আয়াখস আমস্টারডামের দায়িত্বে আছেন টেন হ্যাগ। এই মরসুম শেষ হওয়ার পরই সরকারী ভাবে দায়িত্বে আসবেন এই ডাচ কোচ। তিন বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত রেড ডেভিলসদের দায়িত্বে থাকবেন টেন হ্যাগ।

 

ম্যান ইউয়ের কোচের দায়িত্ব পাওয়ার পর টেন হ্যাগ বলেন, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্বে এসে আমি খুবই গর্বিত এবং সম্মানিত। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। এই ক্লাবের গৌরবময় ইতিহাস সম্পর্কে আমি জানি। এমন কি সমর্থকদের আবেগও বুঝি। এমন একটা দল তৈরি করতে চাই, যারা সমস্ত খেতাব জেতার জন্য সক্ষম হবে।’

 

 

 

আয়াখসের দায়িত্ব ছেড়ে ম্যান ইউয়ে আসছেন টেন হ্যাগ। এ প্রসঙ্গে ডাচ কোচ বলেন, ‘আয়াখসে এতগুলো বছর কাটিয়েছি। ছেড়ে আসাটা আমার পক্ষে খুবই দুঃখের। তবে আমি ক্লাবের সমর্থকদের বলতে চাই, শেষ দিন পর্যন্ত ক্লাবকে সাফল্য এনে দিতে চাই। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যাওয়ার আগে দলকে ভালো জায়গায় ছেড়ে দিতে চাই।’

 

আয়াখস আমস্টারডামে ৪ বছর কোচিং করিয়েছেন টেন হ্যাগ। ২০১৭ সালে আখাসের কোচের দায়িত্বে আসেন তিনি। এর আগে ২০১২ সালে কোচিংয়ে আসেন। নেদারল্যান্ডসের দ্বিতীয় ডিভিশন ক্লাব ঈগলসে কোচিংয়ে অভিষেক হয়। পরের বছরই বায়ার্ন মিউনিখের দ্বিতীয় সারির দলের দায়িত্ব নেন। সাফল্যের সঙ্গে সেখানে ২ বছর কোচিং করান। ২০১৫ সালে এফসি ইউট্রেখটের স্পোর্টিং ডিরেক্টর হন টেন হ্যাগ। ২ বছর সেখানে থাকার পর আয়াখসের দায়িত্বে আসেন। কোচিং জীবনে ৬টা ট্রফি জিতেছেন। তার মধ্যে আয়াখসেই জিতেছেন ৫টা ট্রফি। একটা ট্রফি জিতেছেন বায়ার্নের হয়ে।

 

 

আরও পড়ুন: Pele Health: ভক্তদের উদ্বেগ বাড়িয়ে ফের হাসপাতালে পেলে

Next Article