ম্যাঞ্চেস্টার: বান্ধবীকে ধর্ষণের চেষ্টা এবং নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২১ বছর বয়সী ফুটবলার ম্যাসন গ্রিনউড (Mason Greenwood)। চলতি বছরের জানুয়ারি মাসে গ্রিনউডের বান্ধবীর অভিযোগ তোলায় গ্রেফতার হন ফুটবলার। দলের ফুটবলারের দিকে আঙুল উঠতেই তাঁকে নির্বাসিত করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। তারপর থেকে জামিনে ছিলেন গ্রিনউড। জুন মাসে তাঁর জামিনের সময়সীমা বাড়ে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে জোর করে নিয়ন্ত্রণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। পাশাপাশি জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগে শনিবার গ্রেটার ম্যাঞ্চেস্টারের বোডাউনের বাড়ি থেকে ফের গ্রেফতার (Footballer Arrested) করা হয় ম্যাসনকে। ফুটবলারের নাম না করে গ্রেটার ম্যাঞ্চেস্টারের পুলিশ বিবৃতিতে জানিয়েছে, “২১ বছর বয়সী এক ব্যক্তি যিনি তাঁর জামিনের শর্ত লঙ্ঘন করার অভিযোগ সম্পর্কে সচেতন। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।”
চলতি বছরের জানুয়ারি মাসে নেটমাধ্যমে এক তরুণীর ম্যাসনের উপর ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। নির্যাতনের ছবি ও ভিডিয়ো পোস্ট করেন তিনি। অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যে দলের ফুটবলারকে নির্বাসিত করে ম্যান ইউ ক্লাব কর্তৃপক্ষ। তাঁকে ম্যান ইউয়ের কোনও ম্যাচ বা ট্রেনিং গ্রাউন্ডে ঢোকার অনুমতি দেওয়া হবে না। ক্লাবের নির্বাসনের পরপরই গ্রেফতার হন ম্যাসন গ্রিনউড। জাতীয় দলের হয়ে মাত্র ১টি ম্যাচ খেলা তরুণ ফুটবলারের কেরিয়ার এখন বড়সড় প্রশ্নের মুখে। ইতিমধ্যেই বড় বড় বিজ্ঞাপনী সংস্থাগুলি ম্যাসনের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। যার ফলে আর্থিকভাবেও ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যাকাডেমি থেকেই ম্যাসন গ্রিনউডের উত্থান। ২০২১ সালে তাঁর সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে ২৪ ম্যাচে ৬ গোল রয়েছে গ্রিনউডের। রয়েছে ২টো অ্যাসিস্টও।