Cristiano Ronaldo: ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়লেন রোনাল্ডো

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 19, 2022 | 1:05 PM

রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'অত্যন্ত শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের সদ্যোজাত পুত্র মারা গিয়েছে। এই যন্ত্রণা এতটাই গভীর, যা শুধু বাবা-মায়েরাই বুঝতে পারে। আমাদের সদ্যোজাত কন্যাই এই মুহূর্তে আমাদের আশা বাঁচিয়ে রেখেছে। ওই আমাদের শক্তি জোগাচ্ছে। আশা করব, ও আমাদের অনেক অনেক আনন্দ দেবে।'

Cristiano Ronaldo: ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়লেন রোনাল্ডো
সদ্যোজাত পুত্র হারানোর শোকে বিহ্বল রোনাল্ডো। ছবি: টুইটার

Follow Us

ম্যাঞ্চেস্টার: সন্তানশোকের জ্বালা যে কোনও বাবা-মায়ের কাছেই বেদনাদায়ক। যাঁর যায়, সেই বোঝে। এই খারাপ অনুভূতি বোঝানো যায় না। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) সেই খারাপ মুহূর্তের সাক্ষী থাকলেন। গত অক্টোবরেই রোনাল্ডো তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছিলেন, যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন তাঁর সঙ্গী জর্জিনা রডরিগেজ। তার পর থেকেই রোনাল্ডো পরিবারে ছিল খুশির ছোঁয়া। কিন্তু আচমকাই নেমে এল দুঃসংবাদ। সোমবার যমজ সন্তানের প্রসব করতে গিয়েই মারা যান রোনাল্ডোর ছেলে। তবে সুস্থ আছেন তাঁর মেয়ে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সেই কথা। পুত্র হারানোর শোকে ভেঙে পড়েন সিআর সেভেন। একই সঙ্গে রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় জানান সদ্যোজাত কন্যাই তাঁদের একমাত্র আশা বাঁচিয়ে রেখেছে।

 

রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘অত্যন্ত শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের সদ্যোজাত পুত্র মারা গিয়েছে। এই যন্ত্রণা এতটাই গভীর, যা শুধু বাবা-মায়েরাই বুঝতে পারে। আমাদের সদ্যোজাত কন্যাই এই মুহূর্তে আমাদের আশা বাঁচিয়ে রেখেছে। ওই আমাদের শক্তি জোগাচ্ছে। আশা করব, ও আমাদের অনেক অনেক আনন্দ দেবে।’ একই সঙ্গে রোনাল্ডো লেখেন, ‘সমস্ত ডাক্তার ও নার্সদের অনেক ধন্যবাদ। আমাদের অনেক যত্ন নিয়েছে ওরা। তবে এই মুহূর্তে শোকে আমরা বিহ্বল। এই কঠিন সময়ে একটু আলাদা থাকতে চাই। আমাদের সদ্যোজাত ছেলেকে আমরা সব সময় মনে রাখব এবং ভালোবাসব।’

 

 

 

 

 

 

রোনাল্ডোর এই দুঃখে সমব্যথী হয়ে টুইট করেছে তাঁর ক্লাব ম্যাঞ্চেস্টডার ইউনাইটেড। এমন কি ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল, টটেনহ্যাম হটস্পারের মতো ক্লাবও সমবেদনা জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

 

 

আরও পড়ুন: AFC Cup: আত্মবিশ্বাসে ভরপুর সবুজ-মেরুন, চমকে দিতে চায় আবাহনী

Next Article